এক দশক আগেই উৎপাদন বন্ধ করেছে জাপানি প্রতিষ্ঠান, বিস্ফোরিত ওয়াকিটকি নকল!
সম্প্রতি লেবাননে বিস্ফোরিত হওয়া ওয়াকিটকি উৎপাদন এক দশক আগে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যন্ত্রগুলোর নির্মাতা জাপানি প্রতিষ্ঠান আইকম।
গত বুধবার লেবাননে শত শত ওয়াকিটকি বিস্ফোরিত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ৪৫০ জন আহত হয়েছেন। কিছু প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরিত যন্ত্রগুলো সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সদস্যরা ব্যবহার করতো।
বিস্ফোরণের পরের ছবি ও ভিডিওতে দেখা গেছে, যন্ত্রগুলো সম্ভবত আইসি-ভি৮২ ট্রান্সসিভার, যা ওসাকা-ভিত্তিক টেলিকমিউনিকেশন যন্ত্র নির্মাতা আইকমের তৈরি।
তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা দীর্ঘদিন আগে এই ডিভাইসের উৎপাদন বন্ধ করে দিয়েছে এবং এই বিস্ফোরণের ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
আইকম জানিয়েছে, প্রতিষ্ঠানটি গত ১০ বছর ধরে আইসি-ভি৮২ মডেলের ওয়াকিটকি বা সেগুলোর ব্যাটারি তৈরি বা রপ্তানি করেনি। লেবাননে এই যন্ত্রগুলো বিস্ফোরিত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ৪৫০ জন আহত হওয়ার ঘটনার পর কোম্পানিটি এই বিবৃতি দেয়।
প্রতিষ্ঠানটি লেবাননের বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িয়ে পড়া দ্বিতীয় এশীয় প্রতিষ্ঠান। এর আগে তাইওয়ানের গোল্ড অ্যাপোলো নামক একটি প্রতিষ্ঠানকেও হাজার হাজার বিস্ফোরিত পেজারের ঘটনায় যুক্ত করা হয়েছিল, যেগুলো বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু এবং ২ হাজার জন আহত হয়েছে।
গোল্ড অ্যাপোলোর প্রতিষ্ঠাতা হসু চিং-কুয়াং এই ঘটনার সাথে তাদের কোনো প্রকার সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তার কোম্পানি তাদের ট্রেডমার্ক বিএসি কনসালটিং নামে একটি হাঙ্গেরিয়ান কোম্পানিকে লাইসেন্স করে দিয়েছে। তবে বিবিসি সেই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেনি।
আইকম জানিয়েছে, লেবাননে তাদের লোগোযুক্ত ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় তারা অবগত এবং বিষয়টি তদন্ত করছে। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, "আইসি-ভি৮২ একটি হ্যান্ডহেল্ড রেডিও এবং এটি ২০০৪ থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত উৎপাদন ও রপ্তানি করা হয়েছিল, যার মধ্যে মধ্যপ্রাচ্যও ছিল। প্রায় ১০ বছর আগে এটি বন্ধ করে দেওয়া হয় এবং এর পর থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে আর কোনো শিপমেন্ট হয়নি।"
আইকম আরও জানায়, "এই রেডিওগুলো চালানোর জন্য প্রয়োজনীয় ব্যাটারির উৎপাদনও বন্ধ করা হয়েছে এবং ভুয়া পণ্য শনাক্তের জন্য যে হলোগ্রাম সিল প্রয়োজন, তা সংযুক্ত ছিল না। তাই পণ্যটি আমাদের প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত করা সম্ভব নয়।"
প্রতিষ্ঠানটি জানায়, তাদের সমস্ত রেডিও জাপানের একটি কারখানাতে উৎপাদিত হয় এবং আন্তর্জাতিক বাজারে শুধু অনুমোদিত পরিবেশকদের মাধ্যমে বিক্রি করা হয়।
আইকমের মার্কিন শাখার একজন বিক্রয় নির্বাহী জানিয়েছেন, লেবাননে বিস্ফোরিত ওয়াকিটকিগুলো সম্ভবত নকল, কারণ আসল আইকম যন্ত্রগুলো বেশ কয়েক বছর ধরে তৈরি হয় না।
আইকমের আইসি-ভি৮২ মডেলটি শখের রেডিও ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় এবং এটি অনলাইনে সহজেই পাওয়া যায়। তবে, যন্ত্রগুলো কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বা এগুলো পুরনো আইকম ইউনিট কিনা নাকি নকল, তা স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই ওয়াকিটকিগুলো হিজবুল্লাহ পাঁচ মাস আগে কিনেছিল।
আইকম বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য রেডিও তৈরিতে একটি নেতৃস্থানীয় কোম্পানি এবং তারা টেলিকম খাতে মানের ওপর গুরুত্ব দেয়, যা মূলত এশিয়ায় কেন্দ্রিক।
এদিকে, পেজার বিস্ফোরণের ঘটনায় তদন্তের পর বুদাপেস্টে নিবন্ধিত বিএসি কনসালটিং নামে একটি প্রতিষ্ঠানের নাম এসেছে, যেটির অন্যান্য প্রতিষ্ঠানের সাথে খুবই সীমিত সম্পর্ক রয়েছে।
প্রতিষ্ঠানের সিইও ক্রিস্টিয়ানা বারসোনি-আর্সিডিয়াকোনো বিস্ফোরণের বিষয়ে কোনো ধারণা নেই দাবি করে এনবিসিকে বলেন, তিনি শুধু একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।
প্রসঙ্গত, বুধবার (১৮ সেপ্টেম্বর) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত ওয়াকিটকি বিস্ফোরিত হয়।
হিজবুল্লাহ এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করলেও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।