মোহাম্মদপুরের জেনাভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩৫
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এই সময় দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
রোববার (২৯ সেপ্টেম্বর) র্যাব সদর দপ্তরের মিডিয়া উইং থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী রয়েছেন। বাকিরা বিভিন্ন অপরাধে জড়িত।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, 'জেনেভা শিবিরে রাজা নামের দুই ব্যক্তি রয়েছেন। এদের একজনের বয়স ৩০ বছরের কম, তিনি পিচ্চি রাজা নামে পরিচিত এবং একজন চিহ্নিত সন্ত্রাসী। অপরজনের বয়স ৫০-এর বেশি, তিনি বড় রাজা নামে পরিচিত এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী।'
তিনি বলেন, 'যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী রাজাকে গ্রেপ্তার করা হয়েছে।'