সনির সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি পিঙ্ক ফ্লয়েড ব্যান্ডের
সনির সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড। এ চুক্তির মাধ্যমে তারা তাদের রেকর্ড করা গানের ক্যাটালগ, তাদের নাম ও সংশ্লিষ্ট বিষয় বিক্রি করেছে। গত মঙ্গলবার সংবাদ মাধ্যম ফাইনেন্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তারা তাদের লেখা গানের স্বত্ব বিক্রি করেনি।
গতকাল বুধবার আরেক গণমাধ্যম ভ্যারাইটি একে বলছে 'সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বড় চুক্তি'। এই চুক্তি ব্যান্ডের জীবিত সদস্যদের মধ্যে চলা বিরোধ ও রজার ওয়াটার্সের বিতর্কিত মন্তব্যের কারণে জটিল আকার ধারণ করেছিল।
গত মাসে, ভ্যারাইটি জানায় পিঙ্ক ফ্লয়েড এবং সনি এ চুক্তি নিয়ে কাজ করছে।
গতকাল বুধবার সকাল পর্যন্ত সনি এই চুক্তি সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি এবং ফাইনেন্সিয়াল টাইমসের মন্তব্যের অনুরোধেরও কোনো উত্তর দেয়নি। ব্যান্ডের গিটারিস্ট ডেভিড গিলমোরও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং ওয়াটার্সের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
২০২২ সালে ভ্যারাইটি জানায় পিঙ্ক ফ্লয়েড তাদের রেকর্ড করা মিউজিক এবং অন্যান্য সম্পদ বিক্রি করার জন্য প্রায় ৫০০ মিলিয়ন ডলারের অফার খুঁজছিল। তবে ২০২২ সালে রোলিং স্টোনে দেওয়া একটি সাক্ষাৎকারে ওয়াটার্সের বিতর্কিত মন্তব্যের কারণে কিছু ক্রেতা আগ্রহ হারিয়ে ফেলে। সেখানে তিনি ইসরায়েল, ইউক্রেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে মন্তব্য করেছিলেন।
ওয়াটার্সের বলেছিল, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ 'বিনা প্ররোচনায়' ছিল না। ২০২৩ সালের শুরুর দিকে রাশিয়া ওয়াটার্সকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়, যেখানে তিনি তার দাবিটি পুনর্ব্যক্ত করেন।
২০২৩ সালের মার্চ মাসে চারটি সূত্র ভ্যারাইটিকে জানায়, ব্যান্ডের ৫০০ মিলিয়ন ডলারের ক্যাটালগ বিক্রি মূলত স্থবির হয়ে পড়েছে। কারণ সেসময় জীবিত ব্যান্ড সদস্যদের মধ্যে মতবিরোধ ছিল। তবে, সে সময় ব্যান্ডের ঘনিষ্ঠ সূত্রগুলো এই দাবি অস্বীকার করে।