কোচ জিদানের ‘সেঞ্চুরি’
প্রথমার্ধ শেষে মনে হচ্ছিল ম্যাচটি হারতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ৪৫ মিনিট শেষে রিয়াল বেটিসের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে ছিল তারা। কিন্তু হাওয়া বদলাতে সময় লাগেনি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বেটিসকে ৩-২ গোলে হারিয়েছে লা লিগার চ্যাম্পিয়নরা। নতুন মৌসুমে এটা প্রথম জয় রিয়ালের। লিগে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল রিয়াল।
দ্বিতীয় ম্যাচ দিয়েই জয়ে ফিরল স্প্যানিশ জায়ান্টরা। এই জয়ে দারুণ একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছেন রিয়ালের কোচ জিনেদিন জিদান। কোচ হিসেবে রিয়ালের হয়ে শততম ম্যাচ জিতলেন তিনি। যা রিয়ালের ইতিহাসের দ্বিতীয় সেরা সাফল্য।
২০১৬ সালের ৪ জানুয়ারি রিয়াল মাদ্রিদের মূল দলের কোচ হন জিদান। মাঝে একবার দায়িত্ব ছেড়েছেন। পরে আবারও ফেরেন প্রিয় জায়গায়। দুই মেয়াদে রিয়ালকে অনেক হাসির উপলক্ষই এনে দিয়েছেন ফরাসি কিংবদন্তি এই ফুটবলার।
লা লিগায় রিয়ালের কোচ হিসেবে জয়ের সেঞ্চুরি পূরণ করতে ১৪৭ ম্যাচ লাগলো জিদানের। ফরাসি এই কোচের ১০০ জয়ের মধ্যে রিয়াল ঘরের মাঠে জিতেছে ৫৫টি ম্যাচে। প্রতিপক্ষের মাঠে জিতেছে ৪৫টি ম্যাচ। তার তত্ত্বাবধানে রিয়াল বেশ দাপটের সঙ্গে ম্যাচগুলো জিতেছে, গোলের পরিসংখ্যান সেটাই বলে। ১০০ ম্যাচে রিয়াল গোল দিয়েছে ৩৪২টি, হজম করেছে ১৪২টি।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ মিগুয়েল মুনোজ। ১৯৪৮ থেকে ১৯৫৮; এই ১০ বছরে রিয়ালকে তিনটি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ) জেতানো মুনোজ রিয়ালের কোচ হিসেবে লা লিগায় ২৫৭টি ম্যাচ জিতেছেন। এরপরই জিদান।
লা লিগায় দ্রুততম ১০০তম জয়ের হিসাবে জিদান একটু পিছিয়ে। এই তালিকায় তার অবস্থান তিন নম্বরে। বার্সেলোনার কোচ হিসেবে ১৩২ ম্যাচে ১০০ জয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেন পেপ গার্দিওলা। যা লা লিগার দ্রুততম। এরপর আছেন মুনোজ। ১৩৯ ম্যাচে ১০০ জয়ের দেখা পান তিনি। জিদান জয়ের সেঞ্চুরির দেখা পেলেন ১৪৭তম ম্যাচে।