শমী কায়সার গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি শমী কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রওনক জাহান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গতরাত সাড়ে ১২টার দিকে উত্তরা সেক্টর-৪-এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৯ অক্টোবর, বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদ ২০২২ সালের জুন মাসে তাকে হত্যার চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শমী কায়সার, লোকশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক মন্ত্রী তারানা হালিম-সহ আরও ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
মাহমুদ বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম বেলাল হোসেনের আদালতে মামলাটি করেন।
এই মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন রওনক জাহান।
শমী কায়সার বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার এবং লেখক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মেয়ে।