পাইকারি পর্যায়ে আইএসপিতে দেওয়া ইন্টারনেটের দাম ৪০% কমানোর প্রস্তাব
পাইকারি পর্যায়ে আইএসপিতে দেওয়া ইন্টারনেটের দাম চল্লিশ শতাংশ কমিয়ে বিটিআরসিকে ট্যারিফ নির্ধারণের প্রস্তাব দিয়েছে আইআইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ।
২০২১ সালের পর প্রথমবারের মতো এ ট্যারিফ পরিবর্তন হলে, খুচরা পর্যায়ে সমানুপাতিক হারে দাম কমানো কিংবা একই দামে অন্তত এক তৃতীয়াংশ বেশি গতির ইন্টারনেট সেবা দিতে পারবে আইএসপিগুলো।
সম্প্রতি বিটিআরসিতে দেওয়া চিঠিতে ঢাকা ও ঢাকার বাইরে একই দামে ইন্টারনেট সরবরাহের প্রস্তাব দিয়েছে আইআইজিগুলো।
বর্তমান ট্যারিফ অনুযায়ী, ৫০০ মেগা বিট প্রতি সেকেন্ড গতি পর্যন্ত ঢাকায় আইএসপিগুলোকে ৩৬৫ টাকা প্রতি মেগা বিট পার সেকেন্ড দরে ইন্টারনেট সরবরাহ করছে আইআইজিগুলো। ঢাকার বাইরে এই মূল্য ৩৯৯ টাকা।
যেসব আইএসপি এক লক্ষ মেগাবিট পার সেকেন্ডের বেশি ইন্টারনেট ক্রয় করে তাদের ক্ষেত্রে ঢাকায় নির্ধারিত মূল্য ৩৩০ টাকা। ঢাকার বাইরে এ মূল্য ৩৫৫ টাকা।