এইচপির ক্যাম্পে আকবরদের ১২ জন
৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে হাই পারফরম্যান্স দলের (এইচপি) ক্যাম্প। এই ক্যাম্পে ডাকা হয়েছে ২৫ জন তরুণ ক্রিকেটারকে। ২০২০ যুব বিশ্বকাপজয়ী ১২ জন ক্রিকেটার ডাক পেয়েছেন এই ক্যাম্পে।
আকবর আলী, শাদাহাত হোসেন, পারভেজ হোসেন ইমনসহ আরও কয়েক ক্রিকেটার বিসিবির আয়োজিত ৫০ ওভারের টুর্নামেন্টেও সুযোগ পেয়েছেন। আগামী ৯ অক্টোবর ক্যাম্পে অনুশীলন করে ৫০ ওভারের টুর্নামেন্টের দলের সঙ্গে যোগ দেবেন তারা।
এবারের এইচপির ক্যাম্পে সুযোগ পাওয়া বেশিরভাগ ক্রিকেটারই তরুণ। সর্বশেষ দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের নেওয়া হয়েছে এই ক্যাম্পে।
জাতীয় দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলা আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লবকে ক্যাম্পে ডাকা হয়েছে। দুই তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি ও রিশাদ হোসেনও ডাক পেয়েছেন।
বুধবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প। ক্যাম্প শুরুর আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে ক্রিকেটারদের। তিন দলের ৫০ ওভারের টুর্নামেন্টের পরও চলবে এইচপির ক্যাম্প।
এইচপির নবনিযুক্ত প্রধান কোচ টবি রেডফোর্ডকে শুরু থেকেই পাচ্ছেন না ক্রিকেটাররা। ক্যাম্পের দ্বিতীয় সপ্তায় শিষ্যদের সঙ্গে যোগ দেবেন ইংলিশ এই কোচ।
ক্যাম্পে ডাক পাওয়া ২৫ ক্রিকেটার:
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ঈমন, নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন ধ্রুব ও তৌহিদ হৃদয়।
স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর হাসান, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস ও রেজাউর রহমান রাজা।
উইকেটরক্ষক: মাহিদুল ইসলাম অঙ্কন ও আকবর আলী।