নারী রেফারির গায়ে হাত দিয়ে বিতর্কে আগুয়েরো
আগের ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে ড্র। পরের ম্যাচে প্রতিপক্ষ আর্সেনাল। জয়ে ফেরার পথটা কঠিনই ছিল ম্যানচেস্টার সিটির। ১-০ গোলের জয়ে এ যাত্রায় উতরে গেছে সিটি। এই ম্যাচ দিয়ে নতুন মৌসুমে মাঠে ফিরেছেন সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। গোলের দেখা পাননি তিনি। উল্টো বিতর্কের জন্ম দিয়েছেন তারকা এই ফুটবলার।
নারী রেফারির গায়ে হাত দেওয়ায় আগুয়েরোকে নিয়ে শুরু হয়েছে চরম সমালোচনা। একটি থ্রো-ইন নিয়ে নারী সহকারী রেফারি ম্যাসি এলিসের সঙ্গে কথা বলতে এগিয়ে যান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। কথা বলার শেষের দিকে অযাচিতভাবে নারী রেফারিকে স্পর্শ করেন আগুয়েরো। এই ঘটনায় অনেকেই আগুয়েরোর সমালোচনা করেছেন। কেউ কেউ তার শাস্তি দাবি করেছেন।
ইতিহাদ মাঠে ম্যানসিটি-আর্সেনাল ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ঘটে এই ঘটনা। এ সময় আর্সেনালের পক্ষে থ্রো-ইনের পাতাকা তোলেন ম্যাসি এলিস। কিন্তু আগুয়েরা বলছিলেন থ্রোন-ইন সিটির পাওয়ার কথা। এরপরই ম্যাসি এলিসের সঙ্গে তর্ক জুড়ে দেন আগুয়েরো।
এক পর্যায়ে এলিসের ঘাড়ে হাত রাখেন তিনি। নারী এই রেফারির পিঠও স্পর্শ করেন আগুয়েরো। বিষয়টি ম্যাসি এলিসের যে ভালো লাগেনি, সেটা তার শারীরিক ভাষাই বলে দিচ্ছিল। বিরক্তি প্রকাশ করতে দেখা যায় তাকে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উঠে আসে এই প্রসঙ্গ। ম্যান সিটির কোচ পেপ গার্দিওলাকে এ নিয়ে প্রশ্ন করা হয়। গার্দিওলা অবশ্য শিষ্যের পক্ষেই কথা বলেছেন। তিনি বলেন, 'আমার দেখা সবচেয়ে ভালো মানুষ সার্জিও। অন্য কিছুতে সমস্যা পান কিনা খোঁজেন, এটা নিয়ে ঘাটবেন না।'
সিটি কোচ আগুয়েরোর পাশে থাকলেও এমন ঘটনাকে খেলার অংশ মনে করছেন না অনেকেই। এদের মধ্যে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ইয়ান রাইট একজন। আগুয়েরোর এমন আচরণকে অপ্রয়োজনীয় বলছেন তিনি। প্রিমিয়ার লিগের সাবেক রেফারি ক্রিস ফয় এটাকে অন্যায় বলছেন। তার মতে, রেফারি নারী-পুরুষ যেই হোক, তার গায়ে এভাবে হাত দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।