মহাকাশ বর্জ্য কমাতে কাঠের তৈরি স্যাটেলাইট আনবে জাপান
জাপানি একটি প্রতিষ্ঠান এবং কিয়োটো বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে তৈরি করা হবে বিশ্বের সর্বপ্রথম কাঠের স্যাটেলাইট।
জাপানের সুমিতোমো ফরেস্ট্রি ইতোমধ্যেই বিভিন্ন প্রকার গাছের বৃদ্ধি ও সেখান থেকে প্রাপ্ত কাঠের ধরন নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। তারা বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশে এসব কাঠের ব্যবহার যাচাই করে দেখবে।
বর্তমানে বিশ্বজুড়ে নানা জায়গায় স্যাটেলাইট ব্যবহারের মাত্রা বেড়ে যাওয়ায় 'স্পেস জাংক' এর পরিমাণও বেড়ে গিয়েছে। এটি সবারই জানা যে এসব স্যাটেলাইটের ধ্বংসাবশেষ শেষ পর্যন্ত ভূপৃষ্ঠেই এসে পড়ে। কিন্তু কাঠের তৈরি স্যাটেলাইট তার কাজ শেষ হবার পর বায়ুমন্ডলে কোনোরকম ক্ষতিকর পদার্থ নির্গমন ছাড়াই নিজ থেকে পুড়ে যাবে। ফলে পৃথিবীতে ফিরে আসার সময় এগুলো কোনো ভগ্নাবশেষ ফেলবে না।
কিয়োটো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং জাপানি মহাকাশচারী তাকাও দ্যুই বলেন, "আমরা পৃথিবীতে স্যাটেলাইটের পুনঃপ্রবেশের ফলে হওয়া দূষণের ব্যাপারটি নিয়ে বেশ চিন্তিত। এসব স্যাটেলাইট পুড়ে যাওয়ার ফলে এক ধরনের ক্ষুদ্র অ্যালুমনিয়া কণা নির্গত হয় এবং তা বহু বছর ধরে বাতাসে ভেসে থেকে পরিবেশের ক্ষতি করতে পারে।"
চার শতাধিক বছর পুরনো প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি জানায়, তারা একাজে উচ্চ তাপসহ্যকারী কাঠের ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে। তাদের একজন মুখপাত্র জানান, এখানে 'আর অ্যান্ড ডি সিক্রেট' নামে গোপন এক প্রকার কাঠ ব্যবহার করা হবে।
মহাকাশ বর্জ্য
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের দেয়া তথ্যমতে এই মুহূর্তে পৃথিবীতে ঘুরছে এমন প্রায় ৬ হাজার স্যাটেলাইট আছে এবং এর মধ্যে ৬০ শতাংশই মহাকাশ বর্জ্য।
যোগাযোগ, টেলিভিশন, নাবিকবিদ্যা, আবহাওয়া বার্তা ইত্যাদি কাজে স্যাটেলাইটের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। মহাকাশবিজ্ঞানীরা এখন মহাকাশ বর্জ্য দূর করার নতুন নতুন উপায় খুঁজছেন ।
গবেষণা প্রতিষ্ঠান ইউরোকনসাল্ট হিসাব করে দেখেছে, আসন্ন শতাব্দীতে প্রতি বছর ৯৯০টি করে স্যাটেলাইট লঞ্চ হবে। তার মানে ২০২৮ সালের মধ্যে স্যাটেলাইটের সংখ্যা হতে পারে প্রায় ১৫ হাজার!
এলন মাস্কের স্পেসএক্স ইতোমধ্যেই ৯০০টি স্টারলিংক স্যাতেলাইট মহাকাশে প্রেরণ করেছে, আরও প্রায় হাজার খানেক স্যাটেলাইট প্রেরণের পরিকল্পনা আছে।
প্রতি ঘন্টায় ২২,৩০০ মাইল গতিবেগে পৃথিবীতে পড়তে পারে মহাকাশ বর্জ্য। এরফলে আঘাত হানা বস্তুর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে।
২০০৬ সালে ছোট টুকরার মহাকাশ বর্জ্যের আঘাতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে সংঘর্ষ হয় এবং এর ফলে অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা জানালা ভেদ করে একটি চিপ বের হয়ে যায়।
- সূত্র: বিবিসি