ভাইকে নিয়ে ২০ জুলাই মহাশূন্য অভিযানে যাচ্ছেন জেফ বেজোস
মহাশূন্যে সংক্ষিপ্ত ভ্রমণে যাবেন বিশ্বের এক নম্বর ধনী জেফ বেজোস। 'ব্লু অরিজিন' নামক বেসরকারি মহাশূন্য ভ্রমণ সংস্থার মালিকও তিনি। জুলাইয়ে তার কোম্পানিটির প্রথম আন্তঃকক্ষপথ পর্যটনের মহাশূন্যযান 'নিউ শেফার্ড' উৎক্ষেপণ করা হবে। এ যাত্রায় অন্যান্য পর্যটকদের সঙ্গে যাবেন জেফ ও তার ভাই মার্ক বেজোস।
খুব কাছ থেকে মহাশূন্যের বিস্তারকে দেখার এই যাত্রার স্থায়িত্ব হবে মাত্র ১০ মিনিট। আগামী ২০ জুলাই যাত্রার তারিখ নির্ধারন করেছে ব্লু অরিজিন। পৃথিবীর বায়ুমন্ডলের সর্বোচ্চ যে সীমা, অর্থাৎ যেখান থেকে মহাশূন্যের ব্যাপ্তি শুরু মূল যাত্রার অন্তত চার মিনিট সেখানেই কাটবে নিউ শেফার্ড আরোহীদের।
নিউ শেফার্ডের রকেট ও ক্যাপসুল স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়নের জন্যেই নকশা করেছেন এর প্রকৌশলীরা, এভাবে যানটি পৃথিবীর আন্তঃকক্ষপথে বা ভূমি থেকে ৬২ মাইল (১০০ কি.মি) উচ্চতায় ছয়জন যাত্রীকে নিয়ে ঘুরতে পারবে।
সোমবার (৭ জুন) নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা এক পোস্টে সহোদর মার্ককে নিয়ে এই যাত্রার বিষয়টি প্রকাশ করেন জেফ। সেখানে তিনি বলেন, "পাঁচ বছর বয়স থেকেই মহাশূন্য ভ্রমণের স্বপ্ন দেখেছি। ২০ জুলাই ভাই মার্ককে সঙ্গে নিয়ে সেই স্বপ্নের যাত্রাটি শুরু করব। মার্ক শুধু আমার ভাই নয়, সে আমার সবচেয়ে ভালো বন্ধুও। তাই তার সঙ্গেই এই মহার্ঘ্য অভিযানের আয়োজন।"
ইনস্টাগ্রামে করা ভিডিওতে উচ্ছ্বাস ও উত্তেজনা প্রকাশ করে জেফ আরও বলেন, মহাশূন্য থেকে পৃথিবী দেখার অভিজ্ঞতা মানুষকে বদলে দেয়। সারা জীবনের স্বপ্নটি পূরণেই আমি এই অভিযানে অংশ নিচ্ছি, সত্যিই এটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।"
ভিডিও'র পরের অংশে অ্যামাজন নির্বাহী তার ভাই মার্ককে মহাশূন্য যাত্রায় সঙ্গী হওয়ার আমন্ত্রণ জানান।
ব্লু অরিজিন কর্তৃপক্ষ বার্তা সংস্থাকে রয়টার্সকে জানিয়েছে, তারা নিউ শেফার্ড মহাশূন্যযানের টিকেট নিলামে বিক্রি করছে। এপর্যন্ত প্রতিটি সিটের বুকিং পেতে ২৮ লাখ ডলার দর উঠেছে বলেও জানায় সংস্থাটি। আগামী ১০ জুন পর্যন্ত এ নিলাম চলবে, এরপর আগামী ১২ জুন চূড়ান্ত পর্ব হিসেবে এক লাইভ অনলাইন নিলামের মধ্য দিয়ে টিকেট বুকিং সম্পন্ন হবে।