আটক হেলেনা: র্যাবের অভিযানে মাদকদ্রব্য, ক্যাসিনোর সরঞ্জাম ও বিদেশি মুদ্রা জব্দ
আওয়ামী লীগের উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর ঢাকার গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে যায় র্যাব সদস্যরা।
বাড়িটির ভেতরে প্রবেশ করে তল্লাশী শুরু করেন র্যাব সদস্যরা। রাত সাড়ে নয়টার দিকে এলিট ফোর্স র্যাবের নারী সদস্যরা ভেতরে প্রবেশ করেন।
টানা চার ঘণ্টার অভিযান শেষে তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া প্রভৃতি জব্দ করা হয়।
পরে রাত ১২টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নেওয়া হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম অভিযান শেষ হওয়ার পরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।
সম্প্রতি ফেসবুকে 'বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ' নামে একটি দলের কথা প্রচার করেন তিনি। নিজেকে সেই সংগঠনের সভাপতি ঘোষণা দেন তিনি। এরপর থেকে শুরু হয় বিতর্ক, আলোচনা-সমালোচনা। এর জের ধরেই তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।
তার বহিষ্কারের বিষয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি গণমাধ্যমকে জানান, একটা উপকমিটিতে থাকলে কাজ করার জন্য সবার সঙ্গে আলোচনা করতে হয়। তার কর্মকাণ্ডে উপকমিটি বিব্রত। তাই তাকে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া হেলেনা জাহাঙ্গীর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন পরিচালক এবং জয়যাত্রা টিভির চেয়ারপারসন।