দুর্দান্ত বৈঠক হয়েছে: বাইডেনের সঙ্গে সাক্ষাৎ শেষে নরেন্দ্র মোদি
অতীতে অনেকবার দেখা হলেও জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসলেন। শুক্রবার কোয়াড বৈঠকের আগেই হোয়াইট হাউজে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন মোদি।
হোয়াইট হাউজে নরেন্দ্র মোদি ঢুকতেই উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি। তারপর সাংবাদিকদের সামনে অল্প কিছু বাক্য বিনিময়ের পরে বৈঠক হয় দুই রাষ্ট্রনেতার। বৈঠক যে ইতিবাচক হয়েছে তা নরেন্দ্র মোদি নিজেই জানালেন। বিভিন্ন ইস্যু নিয়ে 'দুর্দান্ত বৈঠক হয়েছে' বলে এক টুইট বার্তায় জানান মোদি।
গতকালের হ্যারিস-মোদি বৈঠক থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে মার্কিন মুলুকে ক্ষমতা বদল হলেও দুই দেশের সম্পর্কে তার কোনো প্রভাব পড়বে না। বরং আফগানিস্তানে তালেবান দখল নেওয়ার পর আরও সুদৃঢ় হতে পারে সম্পর্ক। এদিনও একে অপরকে প্রশংসায় ভাসালেন দুই নেতা। বাইডেন বলেন, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও ঘনিষ্ঠ হয়ে উঠছে। তিনি যে, ভাইস প্রেসিডেন্ট থাকাকালীনই এই কথা বলেছিলেন সেটাও মনে করিয়ে দেন বাইডেন। উত্তরে নরেন্দ্র মোদি বলেন যে, অতীতে বাইডেন তাকে ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এখন যে তিনি সেটা হাতে কলমে করে উঠতে পারছেন, তাতে খুশি মোদি।
নরেন্দ্র মোদি বলেন, একটি নতুন দশক শুরু হয়েছে। তাতে আমেরিকার নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই দেশের সম্পর্ক আরো নিবিড় হওয়ার বীজ বাইডেন পুতেছেন বলে প্রশংসা করেন মোদি। এদিন দুই দেশের সম্পর্কের এক নয়া অধ্যায়ের শুরু বলেও জানান বাইডেন। তিনি বলেন, যেসব চ্যালেঞ্জ আছে দুই দেশের সামনে, সেগুলো যৌথ অঙ্গীকার নিয়ে মোকাবেলা করতে হবে।
এদিন ইন্দো-প্যাসিফিকে নিরাপত্তার বিষয় ও কোভিড নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। বাইডেন বলেন, দুই দেশের দায়িত্ব আছে গণতান্ত্রিক রীতিকে ধরে রাখার, বৈচিত্র্য অক্ষুণ্ণ রাখার। প্রায় চল্লিশ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মুলুকে আছেন বলে তিনি জানান। একইসঙ্গে, গান্ধী জয়ন্তীর প্রাক্কালে বিশেষ বার্তাও দেন তিনি। মোদি বলেন যে, গান্ধীজি বিভিন্ন দেশের মধ্যে যে যৌথ অংশীদারত্বের কথা বলেছিলেন, সেটি আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ।
বাণিজ্য যে ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হতে চলেছে সেটিও বলেন নরেন্দ্র মোদি। তবে তিনি এটিও ধরিয়ে দেন যে, এখানে অনেকটা কাজ এখনও বাকি আছে। বিশ্ব হিতে প্রযুক্তির সুব্যবহারের ওপরও জোর দেন মোদি। পরবর্তীতে টুইট করে নরেন্দ্র মোদি দুর্দান্ত বৈঠক হয়েছে বলে জানান।