রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সঙ্গে একমত নয় সরকার: আইনমন্ত্রী
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সাথে সরকার একমত নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে রাজধানীর একটি অভিজাত হোটেলে 'মানবাধিকার দিবস ২০২২' উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, রাস্তাঘাট বন্ধ করে সভা সমাবেশ করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা নিয়ন্ত্রিত আচরণ করবেন বলে আশা প্রকাশ করে আইনমন্ত্রী বলেছেন, যারা মানবাধিকারের কথা বলছেন তাদের দেশেই মানবাধিকার লঙ্ঘনকারীদের আশ্রয় দেয়া হয়।
বিএনপির গণসমাবেশের আগে গত শুক্রবার সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর সহিংসতার ঘটনা তদন্তে সরকারের প্রতি আহ্বান জানায় হোয়াইট হাউজ। একই সঙ্গে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর থেকে এই আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন মন্ত্রী বলেন, 'মানবাধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও উন্নয়নে বর্তমান সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। যেখানেই মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠছে, সেখানেই সরকার তড়িৎ ব্যবস্থা নিচ্ছে। মানবাধিকার লঙ্ঘনকারীদের বিষয়ে সরকারের অবস্থান একেবারে পরিষ্কার। বাংলাদেশে যারাই মানবাধিকার লঙ্ঘন করবে, তাদেরকেই আইনের আওতায় এনে বিচার করা হবে।'
মন্ত্রী আনিসুল হক বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার ক্ষেত্রে সরকারের অনেক বড়বড় অর্জন সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ কেউ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নেতিবাচকভাবে চিত্রিত করার হীন চেষ্টা করছেন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির প্রমুখ বক্তব্য রাখেন।