কলম্বাসের ১৫০ বছর আগেই আমেরিকা আবিষ্কার করেছিলেন ইতালির নাবিকরা!
কিছু প্রাচীন লেখাজোখা নতুন করে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন, ক্রিস্টোফার কলম্বাসের 'আবিষ্কারের' দেড়শো বছর আগে থেকেই আমেরিকার ব্যাপারে জানতেন ইতালির নাবিকরা।
ইটালির মিলানে ১৩৪৫ সালের একটি দলিল বিশ্লেষণ করে মধ্যযুগীয় লাতির সাহিত্য বিশেষজ্ঞ অধ্যাপক পাওলো চিয়েসা এক 'অসাধারণ' আবিষ্কার করেছেন। ওই কাগজের একটি অনুচ্ছেদে এমন এক জায়গার বর্ণনা তিনি পেয়েছেন, যা আজ 'উত্তর আমেরিকা' নামে পরিচিত।
চিয়েসা জানিয়েছেন, প্রাচীন নিবন্ধটি প্রথম আবিষ্কার হয় ২০১৩ সালে। ওই নিবন্ধে ইঙ্গিত দেওয়া হয়েছে যে জেনোয়ার নাবিকরা উত্তর চতুর্দশ শতকেই আমেরিকার সন্ধান জানতেন। অঞ্চলটিকে তারা ডাকতেন 'মার্কল্যান্ড' বা 'মার্কালাদা' নামে।
কলম্বাস দিবসের কদিন আগেই একটি পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হলো অধ্যাপক চিয়েসার এই আবিষ্কার। আমেরিকার অনেক রাজ্যেই অবশ্য এই দিনটিকে আদিবাসী দিবস হিসেবে পালন করা করা হয়। দেশটির অনেক জায়গায় কলম্বাসের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কোথাও কোথাও তার ভাস্কর্য রাঙিয়ে দেওয়া হয়েছে লাল রঙে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
অধ্যাপক চিয়েসা যে নিবন্ধ থেকে জেনোয়ার নাবিকদের আমেরিকার খোঁজ জানার কথা আবিষ্কার করেছেন, তা লাতিন ভাষায় লেখা। মিলান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসূচির আওতায় লেখাটি প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- সূত্র: সাইটেকডেইলি