আজ শুরু হচ্ছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
৭০টি দেশের ২২৫টি চলচ্চিত্র নিয়ে আজ (১৫ জানুয়ারি) শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)।
এই উৎসবে ১২৫টি পূর্ণদৈর্ঘ্য এবং ৯৬টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এছাড়া, অনুষ্ঠানে ১৮টি পূর্ণদৈর্ঘ্য এবং ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা হবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ ডি ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সুফিয়া কামাল জাতীয় পাবলিক লাইব্রেরি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেক্টিভ, ওয়াইড অ্যাঙ্গেল, ট্রিবিউট, বাংলাদেশ প্যানোরামা, বিশ্বের সিনেমা, শিশু চলচ্চিত্র, নারী চলচ্চিত্র নির্মাতা, স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র এবং আধ্যাত্মিক চলচ্চিত্র- এই ১০টি বিভাগের অধীনে প্রদর্শিত হবে ছবিগুলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।
আজ বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হবে।
১৯৯২ সাল থেকে অনুষ্ঠানটির আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি।