আতিথেয়তায় মুগ্ধ! মার্কিন নাগরিককে উট উপহার দিলেন সৌদি ভ্লগারের বাবা
সৌদি ভ্রমণকারী এবং ভ্লগার থাওয়াব আল-সুবাইয়কে আতিথেয়তা দেখানোয় জর্জিয়ায় বসবাসরত মার্কিন নাগরিক সিড ফ্রিটসকে দুটি উট উপহার দিয়েছেন থাওয়াবের বাবা। উটকে সৌদি আরবের সবচেয়ে মূল্যবান জিনিস বলে অভিহিত করেছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় সিড ফ্রিটস ও সৌদি আরবের প্রতি তার ভালো লাগার কথা জানতে পারেন থাওয়াব। সেসময় ফ্রিটসের সাথে দেখা করতে তার বাসায় যান তিনি।
থাওয়াবের টুইটার অ্যাকাউন্টের একটি ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী সৌদি পোশাক পরা অবস্থায় ফ্রিটস তাকে বাড়িতে স্বাগত জানাচ্ছে। সৌদি এই ভ্লগারকে তিনি তার সংগ্রহে থাকা ১৯৭০ এর দশকের কিছু সৌদি স্মৃতিচিহ্নও দেখান।
"আমার বাবা সৌদিয়া এয়ারলাইন্সে ১৯৭৮ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত কাজ করেছেন। তিনি গ্রাউন্ড ইকুইপমেন্ট ম্যানেজমেন্টে ছিলেন," বলেন ফ্রিটস।
"সৌদি জনগণ ও সেই দেশের প্রতি আমাদের ভালবাসা সবসময়ই ছিল," ফ্রিটস যোগ করেন।
টুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, থাওয়াবের বাবা আমেরিকান অতিথিদের উদারভাবে স্বাগত জানাচ্ছেন।
তিনি ফ্রিটসকে বলেন, "আমাদের ছেলেকে যথাসম্ভব সর্বোত্তম উপায়ে আপ্যায়ন করার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই।"
"আমরা আপনাকে ভালোবাসি ও সম্মান করি। আমরা আপনাকে পেয়ে খুশি এবং এই মূল্যবান উটগুলো আমাদের পরিবার এবং সৌদি আরবের পক্ষ থেকে আপনাকে উপহার দেওয়া হচ্ছে," বলেন তিনি।
এ ঘটনায় অভিভূত ফ্রিটস বলেন, "আমি সৌদি আরব, সৌদি জনগণ এবং আমার বাবার প্রতি কৃতজ্ঞ। আমাকে বেঁচে থাকার ও বিশ্বকে দেখার সুযোগ দিয়েছেন তারা।"
'মরুভূমির জাহাজ' হিসেবে পরিচিত উট সৌদি আরবের ঐতিহ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
বহু শতাব্দী ধরেই উট তাদের অনেক মৌলিক প্রয়োজন যেমন পরিবহন, দুগ্ধ ও খাদ্যের যোগান দেওয়া এবং পোশাকের চাহিদা মিটিয়ে আসছে।
এই প্রাণিগুলো বেশ ব্যয়বহুল। একটি সৌদি উটের দাম ৫৫ হাজার ডলার থেকে ১০ মিলিয়ন পর্যন্তও যেতে পারে।
কাউকে উট উপহার দেওয়াকে সৌদি সংস্কৃতির সবচেয়ে সম্মানজনক উপহার হিসেবে দেখা হয়।
- সূত্র: আরব নিউজ ও আল-আরবিয়া