স্টেম সেল ট্রান্সপ্লান্ট: এই প্রথম এইচআইভি মুক্ত হলেন আক্রান্ত নারী
লিউকেমিয়ায় আক্রান্ত এক মার্কিন রোগীর দেহে অন্য একজনের স্টেম সেল ট্রান্সপ্লান্ট করার মাধ্যমে তাকে এইচআইভি মুক্ত করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
এইচআইভি মুক্ত হওয়া প্রথম নারী এবং তৃতীয় ব্যক্তি তিনি। প্রাকৃতিকভাবে এইডস সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী এক ব্যক্তির দেহ থেকে স্টেম সেল নিয়ে তার দেহে প্রতিস্থাপন করা হয়।
ডেনভারে রেট্রোভাইরাস অ্যান্ড অপরচ্যুনিস্টিক ইনফেকশন এর সম্মেলনে উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, তার কেসের ফলে এইচআইভি চিকিৎসায় নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে। অ্যাম্বিলিক্যাল কর্ডের রক্তের মাধ্যমে তার চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি মূলত তীব্র মাইলয়েড লিউকেমিয়াতে আক্রান্ত। এই রোগের চিকিৎসার জন্য কর্ড রক্ত গ্রহণ করার পর থেকে ১৪ মাস ধরে তিনি ভাইরাসমুক্ত ছিলেন বলে জানা গেছে।
তবে, মিশ্র জাতির মানুষের দেহে এইচআইভি মুক্তির ঘটনা এবারই প্রথম।
এর আগে আরও দুজন পুরুষ এই মরণঘাতি ভাইরাস থেকে মুক্তি পান। তাদের মধ্যে একজন ছিলেন শ্বেতাঙ্গ ও আরেকজন ছিলেন ল্যাটিনো।
- সূত্র: রয়টার্স