চ্যাটজিপিটি’র দ্রুতগতির নতুন মডেল আনলো ওপেনএআই, ব্যবহার করা যাবে বিনামূল্যে

আগের ‘জিপিটি-৪’ মডেলের তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করবে নতুন মডেল ‘জিপিটি-৪ও’। ব্যবহারকারীদের লেখা বার্তা, ছবি ও কণ্ঠস্বর আলাদা করে চিনতে পারবে মডেলটি।