যেভাবে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে আক্রমণ করা হয়  

রমা জানান, দোতলায় হত্যাযজ্ঞ শেষে শেখ রাসেল এবং তাকে যখন নীচে নিয়ে আসা হয়, তখন রাসেল বলছিলো: ভাইয়া, আমাকে মারবে না তো? এরকম শিশুকে নিশ্চয়ই খুনিরা মারবে না আশায় মহিতুল ইসলাম তাকে জড়িয়ে ধরে বলছিলেন: ...