সংস্কার হয়নি শচীন দেব বর্মণের পৈতৃক বাড়ি, থমকে আছে কালচারাল কমপ্লেক্সের কাজ

১৯৬৫ সালে শচীনের পৈতৃক ভিটার সামনের অংশে গোলপুকুর পাড়ে স্থাপিত হয় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। আরও অন্ধকারে পড়ে যায় শচীনের বাড়ি। ১৯৮২ সালে কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক সৈয়দ আমিনুর রহমান...