তিন মিলিয়ন ডলারে বিক্রি হলো স্পাইডার-ম্যান কমিকের একটি পৃষ্ঠা!
টেক্সাসের এক নিলামে ৩ মিলিয়ন ডলারেরও বেশি দামে বিক্রি হলো ১৯৮৪ সালের স্পাইডার-ম্যান কমিক বইয়ের একটি পৃষ্ঠা।
বিক্রি হওয়া পৃষ্ঠায় ছিল মাইক জেকের মূল আর্টওয়ার্ক, যেখানে প্রথমবারের মতো কালো পোশাকে দেখা যায় স্পাইডার-ম্যানকে।
স্পাইডার-ম্যান কমিক বিক্রিকারী হেরিটেজ অকশনের ভাইস প্রেসিডেন্ট জো ম্যাডালেনা বলেন, "সংগ্রাহকরা তাদের পুরনো স্মৃতিবিজড়িত জিনিসপত্র কিনছেন।"
স্পাইডার-ম্যানের কমিকটিকে 'ওয়ান অব আ কাইন্ড' হিসেবে বর্ণনা করে তিনি বলেন, "স্পাইডার-ম্যানের গল্পে এই অংশটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে এই চরিত্রটিই ভেনম হিসেবে পরিচিতি পায়।"
সমসাময়িক শিল্পের চেয়ে বরং এই পুরনো আর্টওয়ার্কই ভক্তদের বেশি আকৃষ্ট করে বলে জানান তিনি।
সূত্র: স্কাই নিউজ