৯১ কোটি টাকার খেলাপি ঋণ, হাবিব গ্রুপের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
৯১ কোটি টাকা পাওনার বিপরীতে ইস্টার্ন ব্যাংকের দায়ের করা মামলায় চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান- হাবিব গ্রুপের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
আদালতের তথ্যমতে, হাবিব গ্রুপের প্রতিষ্ঠান হাবিব স্টিল লিমিটেডের কাছে ৯০ কোটি ৯৮ লাখ টাকা পাাওনা রয়েছে ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার। এই পাওনা আদায়ে চলতি বছরের ৫ জুন মাসে চট্টগ্রাম অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ইস্টার্ন ব্যাংক। মামলা নম্বর ৩০৩/২০২২। মামলায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আব্দুল কাদের, ইয়াসিন আলী ও ইয়াকুব আলীকে বিবাদী করা হয়।
অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, মামলায় বাদিপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারক হাবিব স্টিলের সীতাকুন্ডের জাহানাবাদ এলাকার ২৮০ শতক জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন।
এর আগে আরেকটি আর্থিক প্রতিষ্ঠানের দায়ের করা মামলায়, গত ৮ আগস্ট হাবিব গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ষষ্ঠ আদালত।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের করা ১ কোটি ৮০ লাখ টাকার চেক প্রতারণার তিনটি মামলায় হাবিব গ্রুপের প্রতিষ্ঠান- রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব এবং তিন পরিচালক ইয়াসিন আলী, মাশরুপ হাবিব, তানভীর হাবিবের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।