২০২২ সালে ১৭,৭৮৩ কোটি টাকা তুলে নিয়েছে ইসলামী ব্যাংকের আমানতকারীরা
২০২২ সালে আমানতকারীরা ১৭,৭৮৩ কোটি টাকা তুলে নেওয়ায় তীব্র নগদ সংকটে ভুগছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
ওই বছর ব্যাংকটি গ্রাহকদের জন্য ১১,৪৩০ কোটি টাকা বিনিয়োগ করে।
ব্যাংকটির শেয়ার প্রতি নগদ প্রবাহ আগের বছরের তুলনায় ২০২২ সালে ৯৭.১১ টাকা কমেছে।
২০২২ সালের শেষে ব্যাংকের শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ৫৫.৬৮ টাকা।
সূত্রমতে জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভার পর ইসলামী ব্যাংক ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, নগদ এবং নগদ সমতুল্য হিসেবে তাদের ২৩,৪২৯ কোটি টাকা রয়েছে।
তবে, ব্যাংকটির মুনাফা আগের বছরের তুলনায় ২০২২ সালে ২৮% বৃদ্ধি পেয়ে ৬১৬ কোটি টাকা হয়েছে।
গত বছর ব্যাংকের শেয়ার প্রতি আয় ছিল ৩.৮৪ টাকা, যা এক বছর আগে ছিল ২.৯৯ টাকা।
ব্যাংকটি ২০২২ সালে এর শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশও ঘোষণা করেছে।
গত বছর বড় আকারের ঋণ বিতরণে অসঙ্গতির কারণে ইসলামী ব্যাংক কঠিন সংকটের মুখে পড়ে।
এর ফলেই ব্যাংকটির প্রতি ভরসা কমে যায় আমানতকারীদের।