এক লাখের বেশি মার্কিন নাগরিকের মৃত্যুর আশঙ্কা করছেন ট্রাম্প
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে এক লাখের বেশি মার্কিন নাগরিক মারা যেতে পারে বলে অনুমান করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার তিনি নিজের আশঙ্কার কথা জানিয়ে চলতি বছরের শেষদিকেই যুক্তরাষ্ট্রের বাজারে কোভিড-১৯ এর টিকা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন।
ফক্স নিউজের দুই ঘণ্টাব্যাপী ভার্চুয়াল টাউন হল সম্প্রচার অনুষ্ঠান 'আমেরিকা টুগেদার' এ অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে নিজের সাম্প্রতিক পর্যবেক্ষণের কথাগুলো জানান।
এমসয় তিনি মার্কিন অর্থনীতি দ্রুত চলমান অচলাবস্থা কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। একইসঙ্গে, বৈশ্বিক মহামারির দ্রুত বিস্তারের জন্য আবারও তিনি চীনকে দায়ি করেন।
কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত ১১ লাখ মার্কিন নাগরিক আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৭ হাজারের বেশি। এর বিস্তার রুখতে দেশটির অধিকাংশ ব্যবসা ও স্কুল-কলেজ এখনও বন্ধ রাখা হয়েছে।
এই অবস্থায় ফক্স নিউজকে মার্কিন রাষ্ট্রপতি বলেন, 'আমরা ৭৫ হাজার থেকে এক লাখের বেশি মার্কিন নাগরিককে হারাতে পারি, যা খুবই বেদনাদায়ক ঘটনা।'
একথার মধ্য দিয়ে মাত্র এক সপ্তাহ আগেই যে এক লাখের কম মানুষের মৃত্যুর কথা ট্রাম্প বলেছিলেন, আগের সেই অবস্থান থেকে সরে আসলেন। ওই সময় তিনি ৬০ থেকে ৭০ হাজার মার্কিনীর মৃত্যুর অনুমান করেন।