করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল
করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চীনের মূল ভূখণ্ডে গত মঙ্গলবার আরও ১৩৬ জন মারা গেছেন। এর ফলে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে চীনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮ জনে।
বুধবার সকালে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এসব সংখ্যা নিশ্চিত করে।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, চীনের মূল ভূখণ্ডে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশে। সেখানে ১৩২ জনের প্রাণহানি হয়।
নতুন করে ভাইরাস সংক্রমিত হওয়ার দিক থেকেও শীর্ষে হুবেই। গোটা চীনে এক হাজার ৭৪৯ জন ব্যক্তির মধ্যে কোভিড-১৯ এর নতুন করে সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
তাদের মধ্যে এক হাজার ৬৯৩ জনই হুবেই প্রদেশের বাসিন্দা। এর ফলে গোটা চীনে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে ৭৪ হাজার ১৮৫ জন পর্যন্ত বাড়ল।
অন্যান্য খবর
এদিকে রাশিয়া জানিয়েছে, তারা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশটিতে চীনা নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অবশ্য বলেছেন, হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এখনো নিয়ন্ত্রণের মধ্যেই আছে। তবে সেখানকার পরিস্থিতি খুবই বিপজ্জনক।
সংক্রমণ প্রতিরোধের চেষ্টায় চীনের অর্থনীতি একের পর এক চাপ মোকাবিলা করছে। দেশটির মোট ১৫ কোটি নাগরিক এখন প্রায় গৃহবন্দি অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন।