থামছে না করোনায় মৃত্যুর মিছিল
বৈশ্বিক মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পৃথিবী। ডিসেম্বরে শুরু হওয়া এই ভাইরাসের প্রকোপ চীন ছাড়িয়ে সর্বত্র ছড়িয়ে পড়েছে। হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যাও। ইতালিতে একদিনেই প্রাণ হারিয়েছেন ৬২৭ জন। মৃত্যু সংখ্যায় করোনার উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে ইউরোপের ওই দেশ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সারা দুনিয়ায় এ পর্যন্ত ২ লাখ ৮৪ হাজার ৫২৫ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৮৪২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ৫৭৫ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন চীনারা। ৮১ হাজার ৮ জন আক্রান্ত হয়েছেন দেশটিতে। এদের মধ্যে সেরে উঠেছেন ৭১ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৩ হাজার ২৫৫ জন।
অন্যদিকে ইতালিতে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২১ জন। এদের মধ্যে ৫ হাজার ১২৯ জন সেরে উঠলেও প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৩২ জন। করোনায় এত প্রাণহানী আর কোথাও ঘটেনি।
প্রাণহানীর হিসাবে তৃতীয় ক্ষতিগ্রস্ত দেশ ইরান। দেশটিতে ইতোমধ্যেই ১ হাজার ৫৫৬ জন মারা গেছেন। হাজারের ওপর মৃত্যুর ঘটনা ঘটেছে স্পেনেও। এ পর্যন্ত ১ হাজার ৩২৬ জন মারা গেছেন ওই দেশে। দেশটিতে আজকেই নতুন আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৫৫ জন। মারা গেছেন ২৩৩ জন।
এদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪ জন। তিনজন সেরে উঠলেও দুইজন মারা গেছেন।