সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৯০
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় শনিবার সকালে শহরের একটি ব্যস্ত মোড়ে অবস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টে এ বিস্ফোরণ ঘটে বলে বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে বলেছে।
নাম না প্রকাশ করে সোমালিয়ায় কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মৃতের সংখ্যা বেড়ে ৯০ এ পৌঁছেছে। সোমালিয়ার একজন সংসদ সদস্যও, টুইটারে জানিয়েছেন, ১৭ পুলিশ সদস্যসহ ৯০ জনের মৃত্যুর সংবাদ শুনেছেন তিনি।
নিহত ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আবদিকাদির আবদির রহমান হাজি নামে এক ব্যক্তি দুপুরের দিকে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এ পর্যন্ত আমরা ৬১টি মরদেহ এবং ৫১ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়েছি। হতাহতের সংখ্যা এখানে আরও অনেক। মৃত্যুর সংখ্যাও আরও বাড়বে।
এর আগে বিস্ফোরণের কিছু সময় পরই ইব্রাহিম মোহাম্মদ নামে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছিলেন, বিস্ফোরণটি ছিলো বিধ্বংসী। আমি নিশ্চিত করে বলছি, এতে ২০ জনেরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। অনেকেই আহত হয়েছে।
ওই মোড়ের পাশেই একটি পেট্রোলপাম্পে আগুন লাগায় হতাহতের সংখ্যা বেড়ে যায় বলে জানিয়েছে সোমালিয়ান সংবাদমাধ্যম বোরামা নিউজ।
গাড়িবোমা হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে ওই এলাকায় আল-শাবাব গোষ্ঠীর জঙ্গিরা প্রায়ই হামলা চালায়।