স্পাইওয়্যার: ইসরায়েল, রাশিয়া, সিঙ্গাপুরের চারটি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র
স্পাইওয়্যার সংশ্লিষ্টতার উল্লেখ করে ইসরায়েল, রাশিয়া এবং সিঙ্গাপুরের চারটি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- ইসরায়েলের এনএসও গ্রুপ এবং ক্যান্ডিরু, রাশিয়ার সাইবার সিকিউরিটি ফার্ম পজিটিভ টেকনোলজিস এবং সিঙ্গাপুরের কম্পিউটার সিকিউরিটি ইনিশিয়েটিভ কনসালটেন্সি পিটিই লিমিটেড।
এই কোম্পানিগুলোকে 'যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা পররাষ্ট্র নীতির স্বার্থের পরিপন্থী কার্যকলাপে নিয়োজিত' হিসেবে উল্লেখ করেছে মার্কিন বাণিজ্য বিভাগ।
তবে এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, "এই সংস্থাগুলো যেসব দেশে অবস্থিত, সেসব দেশ বা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি না আমরা।"
এর ভাগে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ এবং ক্যান্ডিরুর বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনের কাছে হ্যাকিং সরঞ্জাম বিক্রির অভিযোগ আনা হয়। তবে এনএসও জানিয়েছিল, এটি শুধুমাত্র আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থার কাছে তাদের পণ্য বিক্রি করে এবং এর অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
অন্যদিকে, এই বছর রাশিয়ান নিরাপত্তা সেবাকে সহায়তার কারণে রাশিয়ার পজিটিভ টেকনোলজিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। কোম্পানিটি জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞার ফলে তাদের ব্যবসা প্রভাবিত হবে না।
কোম্পানির জেনারেল ডিরেক্টর ডেনিস বারানভ একটি ইমেইল মন্তব্যে বলেছেন, "আমরা জানি না কী কারণে মার্কিন বাণিজ্য বিভাগ আমাদেরকে ব্ল্যাক লিস্টে যুক্ত করেছে।"
এদিকে, তালিকাভুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি সিঙ্গাপুরের কম্পিউটার সিকিউরিটি ইনিশিয়েটিভ কনসালটেন্সি পিটিই লিমিটেড।
- সূত্র: রয়টার্স