স্পেনে করোনায় ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি
করোনাভাইরাসের চলমান মহামারির মাঝে এই প্রথম একটি মৃত্যুহীন দিন পার করেছে ইউরোপীয় দেশ স্পেন। মৃতের সংখ্যায় ইউরোপে যুক্তরাজ্য এবং ইতালির পরই অবস্থান স্পেনের। তবে গতকাল সোমবার সারাদিনে দেশটিতে নতুন করে কেউ মারা যায়নি বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।
বৈশ্বিক মহামারির কবলে থাকা দেশটি গত ৩ মার্চের পর এই প্রথম মৃত্যুহীন ২৪ ঘণ্টা পার করেছে।
স্পেনের জনস্বাস্থ্য, ভোক্তা অধিকার এবং সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান তথ্যসূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর টাইমস নিউজ নাউয়ের।
গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়টি জানায়, করোনার ছোবলে সেখানে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ১২৭ জন মারা গেছেন। অর্থাৎ, বিগত সোমবারে প্রকাশিত মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এছাড়াও, গত সপ্তাহে দেশটিতে মোট ৩৪ জন মারা গেছেন।
তবে একইসময় করোনা টেস্টের জন্য নতুন পিসিআর মেশিনের সংখ্যা বাড়ায় নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা বেড়েছে।
জনস্বাস্থ্য মন্ত্রণালয় মোট ১৩৭টি নতুন সংক্রমণ শনাক্তের কথা জানায়। এরমধ্যে ৭১টি ধরা পড়েছে সোমবার সারাদিনে।
ফলে স্পেনের মোট চিহ্নিত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা উন্নীত হয়েছে দুই লাখ ৩৯ হাজার ৯৩২ জনে। সবচেয়ে বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে মাদ্রিদ এবং কাতালুনিয়া অঞ্চলে; মোট ৯০টি।