ভারতে ২৪ ঘণ্টায় ২ হাজার মৃত্যুর রেকর্ড
বিগত ২৪ ঘণ্টায় ভারতে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এই প্রথম দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটিতে একসঙ্গে এতজনের প্রাণ কাড়ল কোভিড- ১৯।
বুধবার দেশটির রাজ্যগুলো তাদের করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান আপডেট করার পরই এ তথ্য সামনে এসেছে।
সারা ভারতে এখনও পর্যন্ত মোট ৩ লাখ ৫৪ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছেন এই প্রাণসংহারক ভাইরাসে। তবে তার মধ্যে চিকিৎসা সহায়তায় সুস্থ হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৯৩৫ জন। আর মৃত্যু হয়েছে ১১ হাজার ৯০৩ জনের। খবর এনডিটিভির।
ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হল মহারাষ্ট্র। গত মঙ্গলবার ওই রাজ্য এবং তার রাজধানী মুম্বাইয়ে যেন আরও দ্রুতগতিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। একদিনের মধ্যে সেখানে আরও এক হাজার ৩২৮ জনের শরীরে বাসা বেঁধেছে ওই সংক্রামক রোগ। শুধু মুম্বাইয়ে মোট মৃতের সংখ্যা তিন হাজার ১৬৭ জন। যা ভারতের সব রাজ্যের হিসাবে এখন পর্যন্ত একটি রেকর্ড। গোটা মহারাষ্ট্রে করোনার কবলে পড়ে মারা গেছে মোট পাঁচ হাজার ৫৩৭ জন, শুধু মঙ্গলবারই মৃত্যু হয়েছে আরও ৮১ জনের।
এই অবস্থায় বুধবার ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩০ জুনের পরেও সারা ভারতে জারি লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা- তা নিয়েই মুখ্য়মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন তিনি। ভার্চুয়াল ওই বৈঠকে যোগ দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
এদিকে, দেশটির রাজধানী দিল্লিতেও ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এবার আম আদমি পার্টির রাজ্য সরকার দক্ষিণ দিল্লির রাধা সোমী আধ্যাত্মিক কেন্দ্রটিকে বিশ্বের বৃহত্তম অস্থায়ী কোভিড- ১৯ কেয়ার সেন্টারে রূপান্তরিত করেছে, সেখানে মোট ১০ হাজার বেডের ব্যবস্থা করা হয়েছে।