অনেক ভুল দেখতে পাচ্ছেন কোহলি, তবে ছাড়ছেন না সেমির আশা
হারে শুরু, হারেই বসবাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ খেলা ভারত দুটিতেই বড় ব্যবধানে হেরে গেছে। তিন ম্যাচ বাকি থাকলেও বিরাট কোহলির দলের সেমি-ফাইনালে ওঠার পথ অনেক কঠিন হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর দলের অনেক ভুলের কথাই স্বীকার করে নেন কোহলি, তবে সেমি-ফাইনালে ওঠার আশা ছাড়ছেন না তিনি।
ক্রিকেটে স্কিল সব সময়ই গুরুত্বপূর্ণ। কিন্তু টি-টোয়েন্টিতে কেবল স্কিলেই সাফল্য ধরা দেয় না। মারকাটারি এই ফরম্যাটে থাকতে হয় সাহস ও আগ্রাসন। এখানেই নিউজিল্যান্ডের চেয়ে দল পিছিয়ে ছিল বলে মনে করেন কোহলি। তার মতে, ব্যাটে-বলে ও মানসিকতায় যথেষ্ট সাহসী না থাকায় কিউইদের বিপক্ষে হেরে গেছেন তারা।
ভারতের ব্যাটিং দেখে মনে হয়েছে, দুবাইয়ের উইকেটই হয়তো কঠিন। কিন্তু কিছুক্ষণ পরই সেই ধারণা পাল্টে দেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। যে উইকেটে এক রান তুলতেই হিমশিম খাচ্ছিলেন কোহলি, পান্ডিয়ারা, সেই উইকেটেই ব্যাটিং শো দেখান কিউই ওপেনার ড্যারিল মিচেল। ৩৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৯ রান করেন তিনি। অধিনায়ক কেন উইলিয়ামসনও খেলেন ৩৩ রানের সাবলীল এক ইনিংস।
শরীরী ভাষার কারণেই পিছিয়ে পড়তে হয় জানিয়ে কোহলি বলেন, 'বেশ অদ্ভূত, সত্যি বলতে আমার মনে হয় না ব্যাটে-বলে আমরা যথেষ্ট সাহসী ছিলাম। অবশ্যই আমাদের পুঁজি যথেষ্ট ছিল না। কিন্তু আমরা মাঠে ঢোকার সময় শরীরী ভাষায় যথেষ্ট তেতে ছিলাম না। নিউজিল্যান্ড মাঠে নামে অনেক বেশি তাড়না ও আরও ভালো শরীরী ভাষা নিয়ে। প্রথম ওভার থেকে তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করে এবং তা পরেও ধরে রাখে।'
ভারতের কোনো ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। কোহলির ধারণা, নিজেদের ওপর বিশ্বাস না থাকায় এমন হয়েছে, 'প্রতিবারই যখন মনে হয়েছে বড় শটের চেষ্টা করি, আমরা উইকেট হারিয়েছি। টি-টোয়েন্টি ক্রিকেটে সেটা হতেই পারে। কিন্তু এখানে সেটা সম্ভবত ব্যাট হাতে মনে সংশয় থাকার ফল। বড় শটে যাওয়া উচিত নাকি উচিত নয়, এমন দ্বিধা কাজ করেছে হয়তো।'
ভারতের সেমি-ফাইনালের ওঠার পথ এখন বেশ কঠিন। বাকি থাকা তিন ম্যাচে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের ফলাফলের দিকে। এরপরও অবশ্য শেষ চারের আশা ছাড়ছেন না কোহলি। এখনও সুযোগ দেখছেন তিনি, 'আমার মনে হয় আমাদের এখনও সুযোগ আছে, এখনও অনেক ক্রিকেট খেলা বাকি আমাদের।'