‘অর্থহীন’ ম্যাচে হেসেখেলে নামিবিয়াকে হারাল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। সবকিছু ছেড়ে বাড়ি ফিরতে পারলে যেন এখন কিছুটা স্বস্তি মেলে! কিন্তু সেটারও উপায় নেই, ম্যাচ যে একটা বাকি। সেই ম্যাচে নামিবিয়ার মুখোমুখি সোমবার হলো ভারত। 'অর্থহীন' এই ম্যাচে প্রতিপক্ষকে কোনো পাত্তাই দিল না বিরাট কোহলির দল। নামিবিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল ভারত।
দুবাইয়ে সুপার লিগের নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। চলতি বিশ্বকাপে এটা তাদের তৃতীয় জয়। দুই নম্বর গ্রুপ থেকে পাকিস্তান পাঁচ ম্যাচের সব কটি এবং নিউজিল্যান্ড ৪টি ম্যাচ জেতায় তিন জয় যথেষ্ট হয়নি ভারতের জন্য। আইসিসির সহযোগী সদস্য দেশ নামিবিয়া পাঁচ ম্যাচের একটিতে জয় পেয়েছে।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা এবং পেসার জাসপ্রিত বুমরাহর বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি। ৮ উইকেটে ১৩২ রানে থামে তাদের ইনিংস। জবাবে দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মার হাফ সেঞ্চুরিতে ১৫.২ ওভারে ১ উইকেট হারিয়েই জয় তুলে নেয়।
ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৯.৫ ওভারে উদ্বোধনী জুটিতে ৯৬ রান যোগ করেন রোহিত-রাহুল। রোহিতের বিদায়ে ভাঙে এই জুটি। ফেরার আগে ৩৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৬ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর সূর্যকুমারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন রাহুল। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। যাদব ২৫ রানে অপরাজিত থাকেন। ভারতের যাওয়া একমাত্র উইকেটটি নেন জ্যান ফ্রাইলিঙ্ক।
এর আগে ব্যাটিং করা নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ডেভিড ভিসা। এ ছাড়া স্টিফেন বার্ড ২১, মাইকেল ভ্যান লিঙ্গেন ১৪, জেরহার্ড এরাসমাস ১২, জ্যান ফ্রাইলিঙ্ক ১৫ ও রুবেন ট্রাম্পেলম্যান ১৩ রান করেন। অশ্বিন ও জাদেজা ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান জাসপ্রিত বুমরাহ।