কোহলিদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চলছে কাতার বিশ্বকাপ, গোটা দুনিয়া মজে আছে ফুটবলে। এর মাঝেই ক্রিকেটের জোয়ার নেমেছে বাংলাদেশে। বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে দর্শক আগ্রহের কমতি নেই, প্রথম ওয়ানডের আগে টিকেট নিয়ে কাড়াছেড়া অবস্থা দেখা গেছে। ব্যাপক আগ্রহের এই সিরিজ আজ শুরু হচ্ছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে ১৫তম ওয়ানডে অধিনায়ক লিটন কুমার দাস। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হবে।
এই ম্যাচ দিয়ে ওয়ানডে দলে ফিরলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজ খেলেননি তিনি। একাদশে আছেন তিন পেসার। তাসকিন আহমেদ চোটের কারণে খেলতে পারছেন না। এই ম্যাচ দিয়ে ভারত দলে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার কুলদীপ সেনের।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।