সেমি-ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে ব্রাজিল
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই ধুন্ধুমার লড়াই, ফুটবল বিশ্বের সবচেয়ে দামি ম্যাচ। এই ম্যাচ নিয়ে গোটা দুনিয়া দুই ভাগে ভাগ হয়ে পড়ে। মাঠে দল দুটিও তাই, চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে নেই প্রতিদ্বন্দ্বিতা, বরং এখানে থাকে ঐক্যের জয়গান। দেশ দুটির পরিচয় যে একই, তারা লাতিন আমেরিকান। তাই তো কাতার বিশ্বকাপে সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সমর্থন দিলো ব্রাজিল ফুটবল।
হারে বিশ্বকাপ মিশন শুরু করা আর্জেন্টিনা পরে ঠিকই ছন্দ খুঁজে নিয়ে এগিয়ে চলেছে শিরোপার পথে। রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছে আলবিসেলেস্তেরা। ১৩ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল।
এই ম্যাচে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফের্নান্দো সার্নে। অথচ ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ের অপেক্ষায় ছিল সবাই। আসরের শুরু থেকেই হিসাব কষা হচ্ছিল এই দুই দলের দেখা হবে কোন পর্যায়ে।
সেলেসাওরা শেষ আটের বাধা পার হলে সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখার সুযোগ পেতো ফুটবল দুনিয়া। কিন্তু কোয়ার্টার ফাইনালে নেইমারদের কাঁদিয়ে শেষ চারের টিকেট কাটে ক্রোয়েশিয়া। একে তো ক্রোয়াটরা স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে, তার ওপর আর্জেন্টিনা লাতিন অঞ্চলের দেশ; তাই সমর্থনটা মেসিরাই পাচ্ছেন।
ফের্নান্দো সার্নে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, 'আমাদের একতা বজায় রাখতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি, তারা বিশ্ব সেরার ট্রফি দক্ষিণ আমেরিকায় নিয়ে আসবে।' এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। তিনি বলেছিলেন, আর্জেন্টিনা বাদ পড়লে ব্রাজিলকে সমর্থন দেবেন তারা।