টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুমিনুল-তাসকিন
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট একেবারেই ভালো যায়নি। চট্টগ্রামে চরম ব্যাটিং ব্যর্থতায় বড় হার মেনে নিতে হয় বাংলাদেশকে। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দ্বিতীয় টেস্টের কোহলি-পূজারাদের মুখোমুখি হচ্ছে ঘরের মাঠের দেশটি।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। চট্টগ্রাম টেস্টে চোট পাওয়ায় খেলা হচ্ছে না পেসার এবাদত হোসেনের। তার জায়গায় খেলছেন চোট কাটিয়ে ওঠা আরেক পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি, একাদশে ফিরেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
ভারতের একাদশে একটি পরিবর্তন এসেছে। চট্টগ্রাম টেস্টের ম্যাচসেরা কুলদীপ যাদবকে একাদশে নেয়নি সফরকারীরা। তার জায়গায় খেলানো জয়দেব উনাদকাতকে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), আর অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাত, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।