ভুল পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে আটকে থাকতে হলো মেসিকে!
লিওনেল মেসিও যে মানুষ তা আরেকবার প্রমাণিত হলো! যতো বড় তারকাই হোন না কেন, শত শত দেশ ভ্রমণ করার পরেও সাধারণ মানুষের মতোই পাসপোর্ট-ভিসা সংক্রান্ত সমস্যায় তিনিও পড়তে পারেন। আর হয়েছেও সেটি!
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল এখন চীনে। আর সেখানে গিয়েই পাসপোর্ট-ভিসা সংক্রান্ত জটিলতায় বিমানবন্দরে দুই ঘন্টা আটকে থাকতে হয়েছে মেসিকে। ভুলটাও যে আর্জেইন্টাইন কিংবদন্তিরই ছিলো!
মেসি মূলত গুবলেট পাকিয়েছেন তার পাসপোর্টে। আর্জেন্টিনা এবং স্পেন, এই দুই দেশেরই নাগরিক মেসির পাসপোর্টও আছে দুটি। চীনে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিতে নিজের ব্যক্তিগত বিমান নিয়ে যান মেসি। সঙ্গে করে নিয়ে যান নিজের স্প্যানিশ পাসপোর্ট।
তা আর্জেন্টিনার পাসপোর্ট না নিয়ে স্পেনের কেন? কারণ চীনের পাশের দেশ তাইওয়ানে স্পেনের নাগরিকদের জন্য ভ্রমণের ক্ষেত্রে কোনো ভিসা প্রয়োজন হয় না। মেসি তাইওয়ানকে চীনেরই অংশ ভেবেছেন! যদিও এতে মেসির খুব বেশি দোষ নেই। তাইওয়ানকে যে চীন সরকারই নিয়ন্ত্রণ করে থাকে।
তাইওয়ানকে বলা হয়ে থাকে রিপাবলিক অফ চায়না (ROC), আর চীনের আনুষ্ঠানিক নাম পিপল'স রিপাবলিক অফ চায়না (PRC)। মেসি দুটিকে গুলিয়ে ফেলাতেই ভিসা করানোর কথা ভাবেননি।
কিন্তু যেহেতু চীনে ঢুকতে হলে ভিসার প্রয়োজন, সে হোন আপনি মেসি, তাই দুই ঘন্টা বিমানবন্দরে অপেক্ষার পর বিশেষ অনুমতিতে চীনে ঢুকতে পেরেছেন মেসি। আর পুরো সময়টা মেসির সঙ্গে ছিলেন তার আর্জেন্টিনা সতীর্থরাও।