চোট ফেরার ম্যাচে গোল করলেন মেসি
চোট থেকে ফিরেই গোল করলেন লিওনেল মেসি। তবে তাতে তার দল ইন্টার মায়ামি জিততে পারেনি। ঘরের মাঠে কলোরাডোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে টাটা মার্তিনোর দল।
চোট কাটিয়ে মেসি যে এই ম্যাচে কিছু সময়ের জন্য হলেও খেলবেন, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মায়ামি কোচ মার্তিনো। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক।
মেসি নামার আগে ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল মায়ামি। ৫৭ মিনিটে এলএম টেনের গোলেই সমতা ফেরায় তারা। এর তিন মিনিট পড়েই আফন্সোর গোলে এগিয়ে যায় মায়ামি। জয়ের পথে এগোতে থাকলেও ৮৮ মিনিটে বাসেটের গোলে ম্যাচে সমতা ফেরায় কলোরাডো।
মৌসুমের শুরুটা দুর্দান্ত করা মেসির মায়ামি লিগে গত কয়েক ম্যাচ ধরেই খাবি খাচ্ছে। চোটে মেসির অনুপস্থিতি সেখানে প্রভাব ফেলেছে। আর্জেন্টাইন কিংবদন্তির ফিরে আসা নিশ্চিতভাবেই অনুপ্রেরণা যোগাবে মায়ামিকে।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে আট ম্যাচে তিন জয়, তিন ড্র ও দুই হারে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন মেসির মায়ামি। তাদের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়ন্স কাপে মন্তেরের বিপক্ষে।