'মেজর লিগ সকারের চেয়ে সৌদি লিগ এগিয়ে'
লিওনেল মেসি সদ্যই যোগ দিয়েছেন মেজর লিগ সকারে। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
এদিকে মেসির যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে পরিচয় পর্ব শেষ হওয়ার পর রোনালদো বলেছেন, সৌদি লিগ মেজর লিগ সকারের থেকে এগিয়ে আছে।
ক্রিশ্চিয়ানো রোনালদো এই বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন। পর্তুগিজ মহাতারকা মধ্যপ্রাচ্যে যাওয়ার পর থেকে যেন ঝড় উঠেছে সেখানে। ইউরোপের বড় বড় অনেক খেলোয়াড় পাড়ি দিয়েছেন রোনালদোর দেখানো পথে।
সেটি নিয়েই যেন গর্বিত সিআর সেভেন, 'আমাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছে এখানে আসতে। আমি একটা পথ দেখিয়ে দিয়েছি। সেটি অনুসরণ করে সব খেলোয়াড়রা এখন সৌদিতে খেলতে আসছে।'
লিওনেল মেসিরও সৌদি আরবের ক্লাব আল-হিলালে আসার কথা চলছিল। প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া চুক্তি শেষ পর্যন্ত হয়নি। মেসি গেছেন যুক্তরাষ্ট্রে। তবে মেসির উপস্থিতির পরেও সৌদি লিগকে এগিয়ে রাখছেন রোনালদো, 'সৌদির খেলার মান মেজর লিগ সকারের থেকে এগিয়ে। এখানে খেলা ফুটবলারদের মান সে কথাই বলে।'
এদিকে ইউরোপ ছাড়ার পর রোনালদো ভক্তরা আশায় আছেন, তাদের প্রিয় তারকা একদিন আবারো বিশ্বসেরা লিগগুলোতে ফিরবেন। রোনালদো নিজেই সে রাস্তা বন্ধ করে দিয়েছেন, 'আমি আর ইউরোপে ফিরছি না। আমার ক্যারিয়ারের এই অধ্যায় শেষ হয়ে গিয়েছে।'