মেসিকে ছাড়া মায়ামির বড় হার
ক্লান্তির কারণে খেলেননি লিওনেল মেসি। আর তাকে ছাড়া ইন্টার মায়ামি যে ভিন্ন এক দল, তা প্রমাণিত হলো আরেকবার।
মেজর লিগ সকারে মেসিকে ছাড়া খেলতে নেমে আটলান্টা ইউনাটেডের কাছে ৫-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে মায়ামি। ফলে তাদের প্লে-অফে খেলার আশাও প্রায় শেষ হয়ে গেল।
মায়ামিতে যোগ দেওয়ার পর টানা নয় ম্যাচে গোলের দেখা পেয়েছেন মেসি। ৩৬ বছর বয়সে এত খেলার ধকল সামলাতে মেসিকে বিশ্রামে রাখেন মায়ামি কোচ টাটা মার্তিনো।
বিশ্বকাপ বাছাইপর্বেও আর্জেন্টিনার দুটি ম্যাচের মধ্যে একটি খেলেছেন মেসি। সেটিতে করেছেন জয়সূচক গোল। এরপর থেকেই বিশ্রামে আছেন তিনি।
মায়ামির পরের ম্যাচেই অবশ্য ফিরবেন আর্জেন্টাইন কিংবদন্তি। দলকে জয়ের ধারায় ফেরাতে তার বিকল্পও নেই মায়ামি কোচ মার্তিনোর কাছে।