'আর্জেন্টাইনদের প্রতি ব্রাজিলিয়ানদের নিপীড়ন এখনই বন্ধ করতে হবে'
মাঠের বাইরের অনাকাঙ্খিত ঘটনার পরেও ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি শেষপর্যন্ত মাঠে গড়ায়। সেখানে ব্রাজিলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ১৯৫৪ সালের পর মারাকানায় প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচ হেরেছে ব্রাজিল।
তবে এই ম্যাচের ফলাফল কিংবা ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ ছাপিয়ে বড় হয়ে উঠেছে মাঠের বাইরের ঘটনা। ম্যাচ শুরুর আগে গ্যালারিতে ব্রাজিলিয়ান পুলিশের হাতে লাঠিপেটার শিকার হয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা।
জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে এই ঘটনাটি ঘটে। ব্রাজিল অধিনায়ক মার্কুইনহোস এবং আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এগিয়ে যান গ্যালারির দিকে। মেসির সঙ্গে ছিল গোটা আর্জেন্টিনা দলই। সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তারা, এমিলিয়ানো মার্তিনেসকে দেখা যায় হাত দিয়ে এক পুলিশ সদস্যের লাঠি ঠেকাতে। এরপর দলের বাকি খেলোয়াড়দের নিয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে যান মেসি।
ম্যাচের পর ক্ষুব্ধ লিওনেল মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক দলের পারফরম্যান্স নিয়ে খুশি, সাথে আর্জেন্টিনা সমর্থকদের এমন ঘটনার শিকার হওয়ার সমালোচনাও করেছেন মেসি, 'এই দলটা ইতিহাস গড়েই যাচ্ছে। মারাকানায় ঐতিহাসিক এক জয়। যদিও ব্রাজিলের মাটিতে আরও একবার আর্জেন্টাইনদেরকে নিপীড়িত হতে হলো। এসব আর সহ্য করা সম্ভব নয়, এখনই এর শেষ হওয়া দরকার।'
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার আগেই অবশ্য আর্জেন্টিনার সমর্থকদের ওপর ব্রাজিল পুলিশের হামলা নিয়ে সংবাদমাধ্যমকে মেসি বলেছেন, 'এটা খুবই খারাপ হলো। আমাদের সমর্থকদের কীভাবে মেরেছে সেটা আমরা দেখেছি। কোপা লিবার্তোদোরেসের ফাইনালেও এমন দেখা গেছে। এখন আবারও লাঠিপেটা করা হলো। খেলোয়াড়দের পরিবার গ্যালারিতে ছিল। তাদেরকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম। খেলার কথা তখন মাথায় ছিল না।'