লেব্রন জেমসের কাছে মেসিই সর্বকালের সেরা
ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর থেকেই মেজর লিগ সকারের দিকে নজর বেড়েছে ফুটবলপ্রেমিদের। মায়ামির ম্যাচগুলোতে এখন উপচে পড়া ভীড় লেগেই থাকে। টিকেট পাওয়াই যেন সোনার হরিণ পাওয়ার মতোই ব্যাপার।
দুজন দুই খেলার মহাতারকা, ফুটবলের সর্বকালের সেরাদের একজন যেমন লিওনেল মেসি ঠিক তেমনি বাস্কেটবল খেলার সর্বকালের সেরাদের একজন লেব্রন জেমস। সেই জেমস এবার প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন মহাতারকাকে। যুক্তরাষ্ট্রের খেলাধুলায় মেসির প্রভাব নিয়ে কথা বলেছেন এনবিএ তারকা জেমস।
ইন্টার মায়ামিকে তাদের ক্লাবের ছোট্ট ইতিহাসে প্রথম শিরোপাটিও জিতিয়েছেন মেসি। আটবারের ব্যালন ডি'অর জয়ী এই মহাতারকা যে শুধু যুক্তরাষ্ট্রের ফুটবল মানচিত্রই বদলে দিয়েছেন তাই নয়, বরং সব ধরনের খেলাধুলার সম্ভাবনাকেও প্রভাবিত করেছেন বলেই মত লেব্রন জেমসের।
এই বাস্কেটবল কিংবদন্তি বলেছেন, 'সর্বকালের সেরা ফুটবলার মেসিকে মেজর লিগ সকারে দেখতে পাওয়াটা আমাদের জন্য দুর্দান্ত এক ব্যাপার। এটি খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতোই কোনো কিছু। মেসির আনুগত্য, সাফল্যের জন্য ক্ষুধা ও পরিশ্রম দেখে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হচ্ছে।'
ইন্টার মায়ামির হয়ে মৌসুম শুরুর আগের প্রস্তুতির জন্য মেসি এখন আছেন জাপানে। এশিয়া সফর করছে তাদের দল, মেসি-সুয়ারেজরা এশিয়াতে নিজেদের ভক্তদের উন্মাদনাও স্বচক্ষেই অনুধাবন করছেন এই সফরে এসে।