পিএসজির মাঠে জিতে সেমি-ফাইনালের পথে বার্সা
আগের রাতে দুর্দান্ত দুটি ম্যাচ হলেও জয়ের দেখা পায়নি কোনো দলই। ১০ গোলের দুটি ম্যাচ শেষ হয়েছে সমতায়। গোলবন্যা হয়েছে গতরাতের ম্যাচ দুটিতেও। তবে সেখানে দুই ম্যাচেই দেখা পাওয়া গেছে জয়ী দলের।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজিকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে বার্সেলোনা। অপরদিকে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে পথ না হারালে সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট।
পিএসজির মাঠে টানটান উত্তেজনাপূর্ণ এক ম্যাচই দেখেছেন দর্শকরা। দুই দলই ম্যাচে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছিল। শেষ পর্যন্ত জয় হয়েছে বার্সেলোনারই। অন্যদিকে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে দুই গোলের ব্যবধানে জয়ের দিকেই এগোচ্ছিল সিমিওনের শিষ্যরা। তবে সেবাস্তিয়ান হলারের গোল জার্মান জায়ান্টদের এখনও লড়াইয়ে টিকিয়ে রেখেছে।
পার্ক দে প্রিন্সেসে ম্যাচের শুরুটা অগোছালো ছিল দুই দলেরই। ঠিকমতো আক্রমণ শানাতে পারছিল না কেউই। তবে সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি লেভানডোভস্কি-এমবাপ্পেরা। ম্যাচের ৩৭ মিনিটে অবশেষে প্রথম গোলটি করেন রাফিনহা। বার্সা ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। এরপর অবশ্য দ্বিতীয়ার্ধ শুরুর ছয় মিনিটের মধ্যে দেম্বেলে ও ভিতিনহার গোলে এগিয়ে যায় পিএসজি।
৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান রাফিনহা। ৭৭ মিনিটে বদলি নামা আন্দ্রেস ক্রিস্টেনসেনের গোলের আবারও এগিয়ে যায় জাভির দল। শেষ পর্যন্ত সেটি ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। ২০১৯ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বার্সেলোনা।
অন্য ম্যাচে রদ্রিগো দি পলের চার মিনিটের গোলে এগিয়ে যায় স্বাগতিক আতলেতিকো। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিনো। ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত সিমিওনের দল, কিন্তু ৮১ মিনিটে হলার গোল করে ডর্টমুন্ডকে স্বপ্ন দেখাচ্ছেন ২০১৩ সালের পর আবারও সেমি-ফাইনালে ওঠার।