এক যুগের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে সাকিব, এগিয়েছেন শান্ত-লিটন
গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে সুপার এইটে উঠলেও সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের। দারুণ সুযোগ পেয়ে সেমি-ফাইনালে ওঠার চেষ্টাও করেনি তারা, উল্টো ম্যাচ হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। পুরো আসরজুরে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান রানখরায় ছিলেন, এসেছে কেবল দুটি হাফ সেঞ্চুরি।
হাতেগোণা দুই-একজন রান করেছেন, তাদের মধ্যে অন্যতম তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। নিজেদের শেষ ম্যাচে রানের দেখা পান লিটন কুমার দাস। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এই তিনজনেরই উন্নতি হয়েছে। বোলারদের র্যাঙ্কিয়ে এগিয়েছেন বিশ্বকাপে দারুণ করা রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। তবে অলরাউন্ডারদের তালিকায় গত এক যুগের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে নেমে গেছেন সাকিব আল হাসান।
সপ্তাহের পারফরম্যান্সের বিবেচনায় র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। যা সব সময়ের মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। গ্রুপ পর্বে নিজের ছায়া হয়ে থাকা শান্ত সুপার এইটে রান করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান ভারতের বিপক্ষে করেন ৪০। এই দুই ইনিংসে ৭ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে আছেন শান্ত। যৌথভাবে তার সঙ্গে আছেন ভারতের বিরাট কোহলি, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
আফগানিস্তানের বিপক্ষে ৫৪ রান করা লিটনের উন্নতি হয়েছে ৪ ধাপ। ডেভিড মিলারের সঙ্গে যৌথভাবে ৩৯তম স্থানে আছেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপে দেশের পক্ষে সর্বোচ্চ ১৫৩ রান করা হৃদয় এগিয়েছেন ৩ ধাপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০ রানের ইনিংস খেলা তরুণ এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কার সঙ্গে যৌথভাবে ২৭তম স্থানে আছেন। ভারতের সূর্যকুমার যাদবকে সরিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে রিশাদ ও তানজিমের পাশাপাশি উন্নতি হয়েছে শেখ মেহেদি হাসানের। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। সুপার এইটের ৩ ম্যাচে এই লেগ স্পিনারের শিকার ৭ উইকেট। এই তিন ম্যাচের পারফরম্যান্সে ৩ ধাপ এগিয়ে সতীর্থ তাসকিন আহমেদ ও ভারতের জাসপ্রিত বুমরাহর সঙ্গে যৌথভাবে ২৪তম স্থানে আছেন রিশাদ।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট নেওয়া তানজিমের উন্নতি হয়েছে ৪ ধাপ। ভারতের বিপক্ষে ২ উইকেট নেওয়া ডানহাতি এই পেসার আছেন ৬৫তম স্থানে। ৫ ধাপ এগোনো শেখ মেহেদি আছেন ৩৪তম স্থানে। বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান দখলে রেখেছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট নেওয়া আফগান লেগ স্পিনার দুই ধাপ এগিয়ে দুই নম্বরে আছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করেন সাকিব। কিন্তু শেষ করলেন গত যুগের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে থেকে। বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার নেমে গেছেন ৬ নম্বরে। ২০১২ সালের ২১ সেপ্টেম্বরের কখনও পাঁচের নিচে নামেনি তার র্যাঙ্কিং। বিশ্বকাপে অনুজ্জ্বল থেকে যাওয়া সাকিব সাত ম্যাচে নিয়েছেন ৩ উইকেট, একটি হাফ সেঞ্চুরিসহ ১৮.৫০ গড়ে রান করেছেন ১১১। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠেছেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা। দুই ধাপ এগিয়ে ২ নম্বরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। চার ধাপ এগিয়ে ৩ নম্বরে ভারতের হার্দিক পান্ডিয়া।