পাকিস্তানকে হারিয়ে কতো কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ দল
টেস্টে পাকিস্তানের বিপক্ষে অস্বস্তির রেকর্ড নিয়ে দেশটিতে গিয়েছিল বাংলাদেশ। আগের ১৩ ম্যাচের ১২টিতে ছিল হার, একটি ড্র। সেই দলের বিপক্ষে তাদের মাটিতেই এবার ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেওয়া দলটি প্রথম টেস্ট জেতে ১০ উইকেটের বড় ব্যবধানে, পরেরটি ৬ উইকেটে। ঐতিহাসিক এই সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বড় অঙ্কের বোনাস পেয়েছে দল। সব মিলিয়ে ৩ কোটি ২০ রাখ টাকা বোনাস দেওয়া হয়েছে দলকে।
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ দল। কাল দুপুর একটা ৫ মিনিটে দেশ ছাড়বেন শান্ত-মিরাজরা। এর আগের দিন রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠান করে ক্রিকেটারদের উইনিং বোনাস বুঝিয়ে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেটারদের হাতে বোনাস তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ আহমেদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে ক্রিকেটার, কোচিং স্টাফ ছাড়াও ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
ক্রিকেটারদের বোনাস দেওয়া ও আজকের অনুষ্ঠান নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'আজ ক্রিকেট বোর্ডেরই একটা অনুষ্ঠান ছিল। আমরা ক্রীড়া উপদেষ্টা মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি যদিও পাকিস্তান সফরের পর দেখা করেছেন। যেখানে প্রধান উপদেষ্টা মহোদয় ছিলেন। আজ তিনি বিশেষভাবে দেখা করতে চেয়েছেন। কাল দল ভারত সফরে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সফর এটা। এ জন্য মূলত আজ এ আয়োজন।'
বোনাসের একটা অংশ ক্রিকেটাররা বন্যার্তদের সাহায্যে দান করবে বলে জানান ফারুক। তিনি বলেন, 'আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এ সময়ে আমরা অনেকগুলো বিষয়ে স্ট্রাগল করছি। বন্যা গেল, তারপর এতো ছাত্র-জনতা স্ট্রাগল করছে… ২০ হাজারের মতো। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এ জন্য অধিনায়ক বলেছেন, তারা (বোনাসের) একটা অংশ দেবেন।'
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ক্রিকেটারদের বোনাস দেওয়া হলো, ব্যাপারটা তেমন নয়। উইনিং বোনাস দেওয়ার রীতি বেশ পুরনোই। র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষের অবস্থান অনুযায়ী টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়ের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণে বোনাস পান ক্রিকেটার, কোচিং স্টাফরা। টেস্ট জয়ের বোনাস সবচেয়ে বেশি, সিরিজ জিতলে মেলে বাড়তি বোনাস।
গত জুনে বোনাসের পরিমাণ বাড়ানো হয়। র্যাঙ্কিংয়ের ১ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে টেস্ট জিতলে ৪ লাখ টাকা করে বোনাস পান ১৫ সদস্যের দলে থাকা প্রত্যেক ক্রিকেটার, সিরিজ জয়ের জন্য আরও ৪ লাখ টাকা করে। দুই টেস্ট জয়ের জন্য ৮ লাখ ও সিরিজ জয়ের জন্য ৪ লাখ, মোট ১২ লাখ টাকা করে পাওয়ার কথা প্রত্যেক ক্রিকেটারদের।
কিন্তু বোনাসের পরিমাণ এবার আরও বেড়েছে। ১০ উইকেটে প্রথম টেস্ট জয়ের পর দ্বিগুণ বোনাস দেওয়ার ঘোষণা দেয় বিসিবি। এই টেস্ট জয়েই ৮ লাখ টাকা বোনাস, সব মিলিয়ে ১৬ লাখ করে পাওয়ার কথা। কিন্তু এই সিরিজে বাংলাদেশ দলে ছিলেন ১৬ জন ক্রিকেটার। ম্যাচ ও সিরিজ জয়ের বোনাসের ২ কোটি ৪০ টাকা ১৬ জন ক্রিকেটারের মধ্যে ভাগ হবে, সবাই পাবেন ১৫ লাখ টাকা করে।
সঙ্গে আছে আরও ৮০ লাখ টাকার বিশেষ বোনাস, যা পুরো দলকে দেবে বিসিবি। সব মিলিয়ে ক্রিকেটারদের পাওয়া বোনাসের পরিমাণ ৩ কোটি ২০ লাখ টাকা। ১৬ জন ক্রিকেটারের প্রত্যেকে পাচ্ছেন ২০ লাখ টাকা করে। উইনিং বোনাস পাবেন কোচিং স্টাফরাও, তবে ক্রিকেটারদের থেকে কম বোনাস পাবেনতারা। বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী বোনাস পাবেন কোচিং স্টাফের সদস্যরা।