হ্যাটট্রিকসহ ৯ উইকেটে অবিশ্বাস্য কীর্তি তন্ময়ের
৫০ ওভারের ম্যাচে একাই তুলে নিয়েছেন ৯ উইকেট, সঙ্গে আছে আবার হ্যাটট্রিকের কীর্তিও। অবিশ্বাস্য শোনালেও এমনই অনন্য বোলিং করেছেন তন্ময় আহমেদ। ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে বিস্ময়কর বোলিং করে হইচই ফেলে দিয়েছেন ওয়ান্ডারার্স ক্লাবের বাঁহাতি এই স্পিনার।
দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ স্বীকৃত কোনো টুর্নামেন্ট না হওয়ায় তন্ময়ের এই কীর্তি থাকবে না রেকর্ড বইয়ের পাতায়। তবে অসাধারণ বোলিংয়ে নিজের নামটি চিনিয়ে নিলেন তিনি। পাশাপাশি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে হ্যাটট্রিকসহ ৯ উইকেট নেওয়ার কীর্তিতে নিজের নামটি সামনের কাতারে নিয়ে এলেন তন্ময়।
বুধবার বিকেএসপির তিন নম্বরে মাঠে দ্বিতীয় বিভাগের সুপার লিগের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তারা।
তন্ময়ের বাঁ হাতের স্পিন জাদুতে মাত্র ২০.৩ ওভারে ৪৪ রানে অলআউট হয়ে যায় পুলিশ ক্রিকেট দল। তাদের যাওয়া ১০ উইকেটের ৯টিই নেন তন্ময়। এর মধ্যে টানা তিন বলে তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
৭.৩ ওভার বোলিং করে তিনটি মেডেন দেন তন্ময়। মাত্র ১৮ রান খরচায় ঝুলিতে পুরে নেন ৯ উইকেট নেন। পুলিশের দেওয়া ছোট লক্ষ্য ১২.৩ ওভারে এক উইকেট হারিয়েই পেরিয়ে যায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।