দুই দিনের ব্যবধানে আবারো বেড়েছে সোনার দাম
ভরি প্রতি ১ হাজার ১৬৬ টাকা বৃদ্ধির মাত্র এক দিনের মাথায় দেশীয় বাজারে আবারও বাড়ছে সোনার দাম।
বুধবার প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়ানোর পাশাপাশি রূপার দামও ভরিতে ২৩৩ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার থেকে এ দাম কার্যকর হবে বলে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন দাম কার্যকর হলে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনায় মানভেদে ১ হাজার ১৬৬ টাকা থেকে ২ হাজার ৩৩৩ টাকা পর্যন্ত বাড়তি পরিশোধ করতে হবে ক্রেতাদের।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দামে ঊর্দ্ধমূখী প্রবণতা থাকায় দেশীয় বাজারেও সোনার দাম বেড়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সোনার দাম বৃহস্পতিবার থেকে বাড়ানো হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুসারে, বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেট মানের সোনা বিক্রি হবে ৫৫ হাজার ৬৯৬ টাকা দরে, যা বুধবার পর্যন্ত ৫৪ হাজার ৫২৯ টাকা দরে বিক্রি হয়েছে।
৫২ হাজার ১৯৬ টাকা দরে বিক্রি হওয়া ২১ ক্যারেট মানের সোনা বৃহস্পতিবার থেকে বিক্রি হবে ৫৩ হাজার ৩৬৩ টাকা ভরিতে।
৪৭ হাজার ১৮১ টাকা থেকে বাড়িয়ে ১৮ ক্যারেট মানের সোনার দাম ৪৮ হাজার ৩৪৭ টাকায় নির্ধারণ করেছে বাজুস।
তবে সনাতন সোনা আগের মতোই ২৭ হাজার ৯৯৪ টাকা ভরি দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
দীর্ঘদিন ধরে ৯৩৩ টাকা দরে বিক্রি হওয়া রূপার দাম ভরিতে ২৩৩ টাকা বাড়িয়ে ১ হাজার ১৬৬ টাকায় নির্ধারণ করা হয়েছে।
জুয়েলার্স সমিতির তথ্য পর্যালোচনায় দেখা গেছে, আন্তর্জাতিক বাজারে ৭ বছরে সর্বোচ্চ দামের কারণ দেখিয়ে ২৩ জুলাই সোনার দাম বাড়ায় বাজুস।
২০ জুনের পর থেকে এ পর্যন্ত তিন দফায় সোনার দাম ভরিতে ৫৮৯০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।