তুখোড় বিনিয়োগকারী স্যাম অল্টম্যান, চ্যাটজিপিটি ছাড়াও তার থলেতে আছে আরও ডজনখানেক প্রতিষ্ঠান!
প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে ওপেনএআইয়ের বানানো চ্যাটবট চ্যাটজিপিটি। ধারণা করা হচ্ছে, এআই প্ল্যাটফর্মটি আগামীর বিশ্বে এআই প্রযুক্তিতে নেতৃত্ব দেবে। চ্যাটজিপিটির সাফল্যের পর ওপেনএআই প্রায় ২৯ বিলিয়ন ডলারের ফান্ড গঠনের জন্য কাজ করছে। ইতিমধ্যে টেক জায়ান্ট মাইক্রোসফটের পক্ষ থেকে প্রতিষ্ঠাটিতে আরও ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা এসেছে।
২০১৫ সালে সান ফ্রান্সিসকোতে এআই জগতের মাইলফলক সৃষ্টিকারী এ কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন স্যাম অল্টম্যান। তবে প্রযুক্তির প্রতি তীব্র ঝোঁক থাকা অল্টম্যান শুধু ওপেন এআই নয়, আরও অনেকগুলো ভিন্নধর্মী প্রতিষ্ঠানেও বিনিয়োগ করেছেন। ইলন মাস্কের নিউরালিংক থেকে শুরু করে হালের রেডিটসহ বহু বিখ্যাত-অখ্যাত প্রতিষ্ঠানে রয়েছে অল্টম্যানের বিনিয়োগ। খবর বিজনেস ইনসাইডার-এর।
নিউরালিংক
নিউরালিংক মূলত মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ স্থাপনের প্রযুক্তি তৈরির প্রতিষ্ঠান। ২০১৬ সালে ইলন মাস্ক ও আরও বেশ কয়েকজন সহপ্রতিষ্ঠাতা কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। কোম্পানিটি বর্তমানে সফলতা অর্জনে ভেড়া, শূকর ও বানরের ওপর নানা পরীক্ষা-নিরীক্ষার চালিয়ে যাচ্ছে।
সম্ভবনাময় এ কোম্পানিতে বিনিয়োগ করার সুযোগ হাতছাড়া করেননি ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। পিচবুকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে নিউরালিংকের 'সিরিজ সি' রাউন্ডের ফান্ডিং এ বিনিয়োগ করেছেন অল্টম্যান।
ল্যাটিস
কোম্পানিতে কর্মী ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম হিসেবে ল্যাটিস নামের কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানির কর্মীদের সার্বিক মান উন্নয়নে কাজ করে থাকে। কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের ভাই জ্যাক অল্টম্যান। পিচবুকের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের মে মাসে সিড ফান্ডের মাধ্যমে ল্যাটিসে স্যাম অল্টম্যান বিনিয়োগ করেছেন।
ইন্সটাকার্ট
ইন্সটাকার্ট মূলত কানাডা ও যুক্তরাষ্ট্রভিত্তিক ডেলিভারি প্রতিষ্ঠান। এটি খুচরা দোকানদার ও ক্রেতাদের মধ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কেনাবেচার ক্ষেত্রে ডেলিভারির কাজ করে থাকে। কোম্পানিটি ২০১২ সালে অপূর্ব মেহতা, ব্র্যান্ডন লিওনার্দো ও ম্যাক্স মুলেন নামের তিনজন উদ্যোক্তা মিলে প্রতিষ্ঠা করেন। পিচবুকের তথ্য অনুসারে, ইন্সটাকার্ট এ স্যাম অল্টম্যান ২০১৪ সালের 'সিরিজ বি' ও 'সিরিজ সি' রাউন্ডে বিনিয়োগ করেছেন।
রেডিট
রেডিট মূলত আমেরিকাভিত্তিক অনলাইন কমিউনিটি ফোরামের মাধ্যম। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা যেকোনো বিষয় নিয়ে আলোচনা করে এবং সেই আলোচনাকে কার্যকরী মনে হলে তথ্য আকারে ছড়িয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলেক্সিস ওহানিয়ান, অ্যারন সোয়ার্টজ ও স্টিভ হাফম্যান।
পিচবুকের তথ্য অনুযায়ী, রেডিটে 'সিরিজ বি' রাউন্ড ও ২০১৭ সালে 'সিরিজ সি' রাউন্ডে স্যাম অল্টম্যান বিনিয়োগ করেছেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত দীর্ঘ সাত বছর দায়িত্বে ছিলেন।
প্যাট্রিয়ন
ট্রিয়ন মূলত প্রিমিয়াম কন্টেন্ট দেখার প্ল্যাটফর্ম। এতে ভিডিও নির্মাতা, পডকাস্টার, সঙ্গীতশিল্পী, লেখক ও গেম ডেভেলপাররা ভিন্নধর্মী কন্টেন্ট তৈরি করে থাকেন এবং ব্যবহারকারীরা নির্দিষ্ট ফির বিনিময়ে সাবস্ক্রাইব করে কন্টেন্টগুলো দেখে থাকেন। ২০১৩ সালে স্যাম ইয়াম ও জ্যাক কন্টে প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেন। পিচবুকের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে 'সিরিজ এ' রাউন্ডে স্যাম অল্টম্যান প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছেন।
হেলিয়ন এনার্জি
ডিউটেরিয়াম টাইপ হাইড্রোজেনকে হিলিয়াম-৩ গ্যাসে রূপান্তরের ধারণা থেকে ২০১৩ সালে হেলিয়ন এনার্জি প্রতিষ্ঠা করা হয়। হিলিয়াম-৩ কে ফিউশন ইলেক্ট্রিসিটির জন্য আদর্শ মনে করায় কোম্পানিটিকে খুবই সম্ভবনাময় বলে ধারণা করা হচ্ছে। পিচবুকের রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের নভেম্বর মাসে স্যাম অল্টম্যান 'সিরিজ ই' রাউন্ডের ফান্ডিংয়ের অংশ হিসেবে এই ফিউশন এনার্জি কোম্পানিতে ৩৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন।
এক সাক্ষাৎকারে স্যাম অল্টম্যান জানান, হেলিয়ন এনার্জিতে বিনিয়োগকৃত অর্থ তার কাছে শুধু বিনিয়োগ নয়, এর থেকে বেশি কিছু। নিজ প্রতিষ্ঠান ওপেনএআই ছাড়া হেলিয়ন এনার্জির সম্ভাবনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি কোম্পানিটিতে বহু সময় ব্যয় করেন।
আসানা
আসানা মূলত কর্পোরেটে কাজের সমন্বয় সাধনের জন্য তৈরিকৃত প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি একটি টিমের অটোমেডেট লিস্ট তৈরি ও টাইমলাইন নির্ধারণের মাধ্যমে কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে। পিচবুকের তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে ২০১৬ সালে 'সিরিজ সি' ও ২০১৮ সালে 'সিরিজ ডি' রাউন্ডে স্যাম অল্টম্যান বিনিয়োগ করেছেন। ২০০৮ সালে জাস্টিন রোসেনস্টিন ও ডাস্টিন মস্কোভিটজ ক্যালিফর্নিয়াতে আসানা প্রতিষ্ঠা করেন।
চেঞ্জডটওআরজি
চেঞ্জডটওআরজি মূলত পিটিশন দাখিলের একটি গ্লোবাল প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো মানুষ নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর পিটিশন শুরু করতে কিংবা সমর্থন দিতে পারেন। পিচবুকের রিপোর্ট অনুযায়ী, স্যাম অল্টম্যান ২০১৪ সালের 'সিরিজ সি' রাউন্ডে ও ২০১৭ সালের 'সিরিজ এ' রাউন্ডে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছেন। ২০০৭ সালে বেন র্যাটরে ও মার্ক ডিমাস চেঞ্জ.ওআরজি প্রতিষ্ঠা করেন।
রেসকেল
রেসকেল মূলত প্রকৌশলী ও কম্পিউটেশনাল বিজ্ঞানীদের জন্য তৈরি একটি ক্লাউড বেইজড কোম্পানি। এ প্ল্যাটফর্মটিতে মহাকাশ ও এনার্জি সেক্টর নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা সিমুলেশন তৈরি ও ব্যবহার করতে পারেন। পিচবুকের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২১ পর্যন্ত মোট চার ধাপে কোম্পানিটিতে স্যাম অল্টম্যান বিনিয়োগ করেছেন। ২০১১ সালে জরিস পোর্ট ও এদাম ম্যাকেঞ্জি রেসকেল প্রতিষ্ঠা করেন।
কোডেকাডেমি
কোডেকাডেমি মূলত বিনামূল্যে কোডিং শেখার জন্য একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। এতে পাইথন, জাভাস্ক্রিপ্ট ও এসকিউএল এর মত মত ১২ টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাস রয়েছে। ক্রাঞ্চবেজের তথ্য অনুযায়ী, ২০১১ সালের অক্টোবরে 'সিরিজ এ' রাউন্ডের ফান্ডিংয়ে স্যাম অল্টম্যান কোম্পানিতে বিনিয়োগ করেছেন। ২০১১ সালে রায়ান বুবিন্সকি ও জ্যাক সিমস কোডেকাডেমী প্রতিষ্ঠা করেন।
রিওয়াইন্ড
রিওয়াইন্ড মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) সার্চ ইঞ্জিন। ভিন্নধর্মী এ সার্চ ইঞ্জিনটি ব্যবহারকারী যা দেখে, বলে কিংবা শোনে, তা রেকর্ড করে কম্পিউটারে সার্চের কাজকে অনেক বেশি সহজ করে ফেলে। পিচবুকের তথ্য অনুযায়ী, ২০২০ ও ২০২২ সালে দুই ধাপের সীড ফান্ডিংয়ে স্যাম অল্টম্যান প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছেন। ২০১৫ সালে ব্রিট বিজসেক ও ড্যান শিরোকের রিওয়াইন্ড প্রতিষ্ঠা করেন।
রেইন নিউরোমরফিক্স
রেইন নিউরোমরফিক্স মূলত এআই ধারণার ওপর প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম যেটি আর্টিফিশিয়াল ব্রেইন তৈরি করতে পারে। আর এই আর্টিফিশিয়াল ব্রেইন মূলত এডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির উন্নতিতে সহায়তা করে। বিজনেস ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারিতে 'সিরিজ এ-২' ও 'সিরিজ এ-৩' রাউন্ডে এবং ২০২২ সালের জানুয়ারিতে 'সিরিজ এ-১' রাউন্ডে স্যাম অল্টম্যান প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেন। ২০১৭ সালে জ্যাক কেন্ডাল, জুয়ান নিনো ও গর্ডন উইলসন রেইন নিউরোমরফিক্স প্রতিষ্ঠা করেন।
অ্যাটমস
অ্যাটমস মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি। প্রতিষ্ঠানটি ভোক্তার বাজেটের মধ্য পছন্দ অনুযায়ী বাড়ি তৈরি করে থাকে। পিচবুকের তথ্য অনুযায়ী, স্যাম অল্টম্যান এ রিয়েল এস্টেট কোম্পানিতে ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত দুই ধাপে সীড ফান্ডে বিনিয়োগ করেছেন। একইসাথে ২০২২ সালের নভেম্বরে অল্টম্যান 'সিরিজ এ' রাউন্ডে এটমসে ফের বিনিয়োগ করেছেন।
কোকো
কোকো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ডেলিভারি কোম্পানি। তবে মানুষ নয়, বরং এ কোম্পানির হয়ে খাবার ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্য ডেলিভারি করে রোবট। পিচবুকের তথ্য অনুযায়ী, ২০২০ সালের সীড ফান্ডিং ও ২০২২ সালের 'সিরিজ এ' ফান্ডিংয়ে স্যাম অল্টম্যান বিনিয়োগ করেছেন। ২০২০ সালে ব্র্যাড স্কুইচিয়ারিনি ও জ্যাক রাশ কোকো প্রতিষ্ঠা করেন।
জিরোডাউন
জিরোডাউন মূলত বাড়ি কেনার ক্ষেত্রে ঋণ প্রদানের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। কোম্পানিটি ক্রেতার পক্ষ হয়ে বাড়ি কিনে রাখে এবং ক্রেতা পাঁচ বছরের মধ্যে কোম্পানিকে লাভসহ ঐ অর্থ পরিশোধ করে বাড়ির মালিক হয়ে যেতে পারেন। পিচবুকের তথ্য অনুযায়ী, স্যাম অল্টম্যান ২০১৯ সালে সীড ফান্ড ও সিরিজ 'এ রাউন্ডে' কোম্পানিটিতে বিনিয়োগ করেছে। ২০১৮ সালে লাক্সমিনারাসিমহান ও আভিজিত দিভেদি জিরোডাউন প্রতিষ্ঠা করেন।
ট্রু-নর্থ
ট্রু-নর্থ মূলত ট্রাকের পরিবহন-জাতীয় ব্যবসার জন্য তৈরি প্ল্যাটফর্ম। এটি ট্রাক চালক ও মালিকদের অধিক আয়ে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। পিচবুকের তথ্য অনুসারে, ২০২০ সালে কোম্পানিটির সীড ফান্ডে এবং ২০২১ সালে 'সিরিজ বি' রাউন্ডে কোম্পানিটিতে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন স্যাম অল্টম্যান। ২০২০ সালে সঞ্জয়া ও জিন স্টেডজে ট্রু-নর্থ কোম্পানিটি প্রতিষ্ঠা করেন।
ব্রিঙ্ক
২০১৭ সালের ১ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আততায়ীর বন্দুক হামলায় ৬০ জন মানুষ নিহত হয়েছিল। ঐ ঘটনার পরে নাগরিকদের জীবনে নিরাপত্তা বৃদ্ধিতে ড্রোনসহ নানা প্রযুক্তিগত সুযোগ-সুবিধা দিতে দেশটিতে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পিচবুকের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট দুই ধাপে স্যাম অল্টম্যান প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছেন। বর্তমানে প্রতিষ্ঠাতা ব্লেক রেনসিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্যাম্পাসওয়্যার
ক্যাম্পাসওয়্যার মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরিকৃত একটি অনলাইন প্ল্যাটফর্ম। এতে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রদান এবং ক্লাস ও ক্যাম্পাস সম্পর্কিত নানা আলোচনা করা যায়। পিচবুকের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে ২০২১ সালে সীড ফান্ডে এবং ২০২২ সালের 'সিরিজ এ' রাউন্ডে স্যাম অল্টম্যান বিনিয়োগ করেছেন। ২০১৬ সালে টেড ওয়েরিনদে ক্যাম্পাসওয়্যার প্রতিষ্ঠা করেন।
ফার্মলগস
ফার্মলগস মূলত ফার্ম মালিকদের জন্য তৈরিকৃত একটি অনলাইন প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে ফার্ম পরিচালনা করে ফসল উৎপাদন ও লাভজনকভাবে তা বিক্রির জন্য প্রয়োজনীয় তথ্য সরবারাহ করে থাকে। পিচবুকের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে ২০১৪ ও ২০১৭ সালে দুই ধাপে স্যাম অল্টম্যান বিনিয়োগ করেছেন। ২০২১ সালে ফার্মলগসকে কিনে নেয় আরেক সফটওয়্যার কোম্পানি বুশেল।
হেলিক্সন্যানো
হেলিক্সন্যানো মূলত এম-আরএনএ এর উপর ভিত্তি করে তৈরিকৃত একটি অত্যাধুনিক প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি এম-আরএনএ এর উপর গবেষণা করে করোনা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের মত বৈশ্বিক সমস্যাগুলো সমাধানে কাজ করে। পিচবুকের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে সীড ফান্ডের অংশ হিসেবে ২০১৬ ও ২০২০ সালে স্যাম অল্টম্যান বিনিয়োগ করেছেন। ২০১৩ সালে নিকোলাস ইরশেনকো ও হান্নু রাজানিয়েমি হেলিক্সন্যানো প্রতিষ্ঠা করেন।
হিউম্যান
হিউম্যান মূলত হার্ডওয়্যার ও সফটওয়্যারভিত্তিক কোম্পানি যা প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে সহয়তা করে থাকে। অ্যাপলের সাবেক কর্মকর্তা ইমরান চৌধুরী ও বিথানি বঙ্গিওরন ২০১৭ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। পিচবুকের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে 'সিরিজ এ' রাউন্ডে ২০২০ সালে এবং 'সিরিজ বি' রাউন্ডে ২০২১ সালে স্যাম অল্টম্যান বিনিয়োগ করেছেন। ২০১৩ সালে নিকোলাস ইরশেনকো ও হান্নু রাজানিয়েমি হেলিক্সন্যানো প্রতিষ্ঠা করেন।
জার্নি কোলাব
জার্নি কোলাব একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটি মাদকাসক্তির ক্ষেত্রে থেরাপি প্রদানের প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। ২০২০ সালে জিশান চৌধুরী এটি প্রতিষ্ঠা করেন। পিচবুকের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২১ সালে মোট দুই ধাপে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছেন স্যাম অল্টম্যান।
মিটার
মিটার নামের এ কোম্পানিটি মূলত ইন্টারনেট ব্যবসার ক্ষেত্রে অবকাঠামো তৈরিতে সহায়তা করে থাকে। সুনীল ভারানাসি ও আনিল ভারানাসি কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। পিচবুকের রিপোর্ট অনুযায়ী, মোট দুই ধাপে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছেন স্যাম অল্টম্যান।
সায়েন্স এক্সচেঞ্জ
সায়েন্স এক্সচেঞ্জ মূলত অনলাইনভিত্তিক গবেষণা ও উন্নয়ন প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী বিজ্ঞানীদের গবেষণাকাজে সহয়তা করে। ২০১১ সালে এলিজাবেথ ও ড্যান নক্স কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। পিচবুকের রিপোর্ট অনুযায়ী, ২০১৩ ও ২০১৬ সালে মোট দুই ধাপে কোম্পানিটিতে বিনিয়োগ করেছেন স্যাম অল্টম্যান।