ইকবালসহ চার আসামির আরও ৭ দিনের রিমান্ড চাইবে সিআইডি
কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টির দায়ে রিমান্ডে থাকা চার আসামির কাছ থেকে যেসব তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে সেগুলো আরও ভালোভাবে যাচাই বাছাইয়ের জন্য রিমান্ডে থাকা চার আসামির শুক্রবার নতুন করে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।
বৃহস্পতিবার অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি) কুমিল্লার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান এ কথা বলেন।
তিনি বলেন, মূল আসামিদের আটক করে আগামী দেড় মাসের মধ্যে আদালতে মামলার চার্জশিট দাখিল করা হবে। ইতোমধ্যে এ ঘটনার সিংহভাগ তদন্ত কাজ শেষ হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলার বাকি কাজ শেষ হবে।"
তিনি আরও বলেন, "এ ঘটনার নেপথ্যে কারা জড়িত তাদের চিহ্নিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দারা মাঠে কাজ করছেন। আমরা দুটি মামলার তদন্তভার পেয়েছি। একটি হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আরেকটি ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে রয়েছে।"
ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় মণ্ডপে কোরআন রাখায় ইকবাল, পুলিশকে ৯৯৯ এ কল করা ইকরাম, মাজারের দুই খাদেম হুমায়ুন ও ফয়সাল রয়েছেন।
পুলিশ সুপার বলেন, "এছাড়াও ঘটনার সময় লাইভ করা ফয়েজ আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। এ দুটি মামলা আমরা তদন্ত করছি।"