করোনার উৎসস্থল উহান থেকে দিল্লিতে এসেছে ২৩ বাংলাদেশি
নতুন করোনাভাইরাস (কোভিড-১৯) উৎপত্তিস্থল চীনের উহান নগরে আটকা পড়া বাংলাদেশিদের মধ্যে ২৩ জনের একটি দল ভারত সরকারের সহায়তায় দিল্লি পৌঁছেছেন।
আরও ৮৯ জনের সঙ্গে বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে করে তারা দিল্লি পৌঁছান বলে ঢাকায় ভারতীয় হাই কমিশন এক ফেসবুক পোস্টে জানিয়েছে।
সেখানে বলা হয়, ওই উড়োজাহাজে ফেরা ভারতীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিদেরও দিল্লিতে বিশেষ ব্যবস্থায় ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইটে জানান, ওই ফ্লাইটে ৭৬ জন ভারতীয়র সঙ্গে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও মাদাগাস্কারের মোট ৩৬ জন নাগরিক থেকে দিল্লি পৌঁছেছেন।
ভারতীয় বিমানবাহিনীর ওই পরিবহন বিমান চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে চীনের হুবেই প্রদেশে গিয়েছিল। ফিরতি যাত্রায় সেটি ১১২ জনকে নিয়ে ফেরে।