জামিন পেয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল; শীঘ্রই মুক্তি
অবশেষে জামিন পেয়েছেন আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘ ছয় মাস কারাগারে বন্দী ছিলেন তিনি।
তবে জামিনের আদেশে শর্ত দেয়া হয়েছে, কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর অফিস বা সচিবালয়ে যেতে পারবেন না। একইসাথে তিনি এই মামলা নিয়ে কোনো কথা বলতে পারবেন না। এমনকি তিনি ফাইলেও সই করতে পারবেন না।
এক্ষেত্রে এবার আর মুক্তি পেতে কেজরিওয়ালের সামনে আইনত কোনো বাধা নেই। কারণ, ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) দায়ের করা প্রায় একই ধরনের মামলায় এরই মধ্য জামিন পেয়েছেন তিনি।
অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি। কারাগারের একটি সূত্র এনডিটিভিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, আজ (শুক্রবার) বিকেল বা সন্ধ্যার দিকে কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হতে পারে।
গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। পরে সিবিআইও তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। ফলে তিনিই হচ্ছেন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেপ্তার হন।
দেশটির লোকসভা নির্বাচনের সময়ে দলের হয়ে প্রচারের জন্য আম আদমি পার্টির এই নেতাকে শীর্ষ আদালত কয়েক দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল। পরে আবার তিনি তিহাড়ে আত্মসমর্পণ করেন।